
এসবিএন ডেস্ক : সুনামগঞ্জে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম আব্দুল বারিক (৪২)। বুধবার বেলা ২টার দিকে জেলা শহরের বনানীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বারিক জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন রংপুর গ্রামের আব্দুল গনির ছেলে। স্থানীয় সূত্র জানায়, আটক বারিক দীর্ঘদিন ধরে ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রামের শিশু-কিশোরদের ভারতে পাচার করে আসছিলেন। সর্বশেষ হিলি সীমান্ত দিয়ে শহরের বনানীপাড়া থেকে সরোয়ার মিয়া (১৮) নামে এক যুবককে সম্প্রতি ভারতে পাচারের চেষ্টাকালে ওই যুবক সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পায়। বুধবার ওই পাচারকারী বারিক নবীনগর এলাকায় আসে নতুন করে অন্য শিশু-কিশোর পাচারের উদ্দেশ্যে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পালিয়ে আসা সরোয়ারসহ ইতোপূর্বে পাচার হওয়া ব্যক্তিদের স্বজনরা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খাঁন জানান, আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।