Latest News

স্কটল্যান্ডের গণভোট দিয়ে এবার নিজ দলের বিদ্রোহের মুখে ক্যামেরন



এসবিএন ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজ দলের বিদ্রোহের মুখে পড়েছেন স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোটের অনুমতি দেয়ায় ক্যামেরনের নেতৃত্বাধীন রক্ষণশীল দলের এমপিরা তার বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছে রক্ষণশীল দলের প্রবীণ সংসদ সদস্যরা ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে আজ বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় গণভোটে যদি স্কটল্যান্ড স্বাধীনতার পক্ষে ভোট দেয় তা হলে ক্যামেরনের বিরুদ্ধে অবিলম্বে অনাস্থা ভোট হতে পারে রক্ষণশীল দলের কোনো কোনো এমপি ধারণা স্বাধীনতা প্রশ্নে গণভোটের সম্মত হয়ে যুক্তরাজ্যকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন ক্যামেরন দলের মধ্যে ক্যামেরনের অবস্থা বেশ শোচনীয় হয়ে উঠেছে নেতৃত্ব থেকে ক্যামরনকে সরিয়ে দেয়ার পর রক্ষণশীল দলের কি অবস্থা হবে তা নিয়ে খোলাখুলি আলোচনা করছেন দলের সংসদ সদস্যরা ছাড়া, যুক্তরাজ্যের পক্ষে কথা বলার জন্য রানি দ্বিতীয় এলিজাবেথকে আহ্বান জানানর জন্যও ক্যামেরনের ওপর চাপ দিচ্ছেন আইন প্রণেতারা দলের আইন প্রণেতাদের সংখ্যাও বাড়ছে দিনে দিনেএদিকে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষ মতামত জরিপে এই প্রথমবারের মতো এগিয়ে গেছে চলতি মাসের তারিখে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ইউগভ এবং সানডে টাইমস পরিচালিত জরিপে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ৫১ শতাংশ এবং বিপক্ষে ৪৯ শতাংশ মত দিয়েছে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com