Latest News

ব্রিটেনে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক স্থাপনের দায়ে প্রতিমাসে বহিষ্কৃত হয় ২ শিক্ষক


এসবিএন ডেস্ক : ব্রিটেনে অপ্রাপ্ত বয়সি ছাত্র-ছাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে গড়ে প্রতিমাসে দুইজন করে শিক্ষক-শিক্ষিকাকে বহিষ্কার করা হয় তথ্য স্বাধীনতার আওতায় খবর প্রকাশিত হয়েছে এবং এতে দেখা গেছে গত বছর মোট ২৮ শিক্ষক-শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে ব্রিটেনের অনেক শীর্ষস্থানীয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভাবে বহিষ্কার করা হয়েছে বলে এতে দেখা গেছে তথ্য থেকে জানা গেছে, ১৫ বছর বয়সি এক ছাত্রীর সঙ্গে সমকামী সম্পর্ক স্থাপনের দায়ে শরীর চর্চার এক শিক্ষিকাকে ব্রিটেনের একটি শীর্ষ স্থানীয় বেসরকারি স্কুল থেকে বহিষ্কার করা হয় রিকানম্যান্সওয়ার্থিতে অবস্থিত রয়েল ম্যাসোনিক স্কুল ফর গার্লস এমিলি ফক্স নামের ২৬ বছর বয়সি শিক্ষিকাকে যৌন অপরাধের দায়ে ১৫ মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে দিকে, গত বছরের জুনে বিবাহিত গণিত শিক্ষক জেরিমি ফরেস্ট ১৫ বছরের এক ছাত্রীকে নিয়ে ভেগে ফ্রান্সে চলে গিয়েছিলেন তাকে ধরার জন্য আন্তর্জাতিক তৎপরতা চালানো হয়েছিল গ্রেফতার বিচারের পর তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় এছাড়া, নর্থহ্যাম্পটনের কিংথ্রপ কম্যুনিটি কলেজের টয়লেটে মোবাইল বসানর দায়ে অভিযুক্ত শিক্ষক ২৫ বছর বয়সি অ্যান্ড্রু ইয়ডেসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ছাত্র-ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক স্থাপনের দায়ে অভিযুক্ত ব্রিটেনের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে চাকরি ক্ষেত্রের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দেশটির ন্যাশনাল কলেজ ফর টিচিং অ্যান্ড লিডারশিপ এর আগে দায়িত্ব পালন করেছে দেশটির জেনারেল টিচিং কাউন্সিল অবশ্য অসদাচরণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক স্থাপনের দায়ে সে সময়ে কতো শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সে তথ্য দিতে পারে নি ব্রিটেনের শিক্ষা বিভাগ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com