এসবিএন ডেস্ক : নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি সালেহ রহমান সীমান্তকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিতই রাখলেন আপিল বিভাগ। তার জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। গত ২৪ জুন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সীমান্তকে জামিন দেন। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে ১ জুলাই চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের জন্য হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করেন। ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন ত্বকী। এর দু’দিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়। লাশ পাওয়ার দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।