Latest News

লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিয়ানীবাজারে হাজারো জনতার বিক্ষোভ মিছিল



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার. একের পর এক বিতর্কিত কথা ও কাজের জেরে দেশজুড়ে তুমুল সমালোচিত  মন্ত্রী নাস্তিক আব্দুল লতিফ সিদ্দিকী কর্তৃক হযরত মোহাম্মদ (সাঃ), ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল করেছে বিয়ানীবাজারের ধর্মপ্রাণ হাজারো জনতা। আজ জোহরের নামাযের পর পৌরশহরের দক্ষিণ বাজারস্থ মোকাম মসজিদ সম্মুখ হতে বের হয়ে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।  হাজারো জনতার উপছে পড়া এ বিক্ষোভ মিছিলে লতিফ সিদ্দিকীর ফাঁসি চাই ফাঁসি চাইদাবীতে প্রকম্পিত হয়ে উঠে বিয়ানীবাজার পৌরশহর। সর্বদলীয় জনতার উপস্থিতিতে স্মরণকালের সবচেয়ে বড় এই বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের ফেরাউন লতিফ সিদ্দিকী বাংলাদেশসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত করেছে। আমাদের নবী মোহাম্মদ (সাঃ),ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্ব ও বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত ইজতেমা ও তাবলীগ জামায়াত নিয়ে কটুক্তি করে তার ফেরাউনী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বক্তারা অনতিবিলম্বে এই নাস্তিক,মুরতাদ ও বর্তমান সময়ের ফেরাউন লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে তাকে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্থ করে দৃষ্টান্তমূলক শাস্তির  আওতায় নিয়ে আসার দাবী জানান। অন্যথায় বিয়ানীবাজারের তৌহিদী জনতা এর দাঁতভাঙ্গা জবাব দিয়ে মুরতাদ লতিফ সিদ্দিীকির পরিণতি বেশ্যা ও নারী জাতির কলংক তসলিমা নাসরিন ও কুখ্যাত মুরতাদ নাস্তিক সালমান রুশদির মত পরিণতি বরণ করিয়ে ছাড়বে বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান,মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল খালিক কাশেমী,মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আব্দুল ওয়াহিদ,বিএনপি নেতা দেলোয়ার হোসেন মুক্তা,নাজমুল হোসেন পুতুল, নজরুল ইসলাম খাঁন, লায়ন ছিদ্দিক আহমদ,লায়ন আব্দুল কুদ্দুস, আবু নাসের পিন্টু, মিজানুর রহমান রুমেল, কবির হোসেন,গিয়াস উদ্দিন,আলী হাসান,হোসেন আহমদ দোলন,কামাল হোসেন,খায়রুল ইসলাম,শাহজাহান আহমদ, জামায়াত নেতা মাওলানা ফয়জুল ইসলাম, মুফচ্ছির আহমদ ফয়েজী, মাওলানা মোস্তফা উদ্দিন,এখলাছ উদ্দিন,ফজলুর রহমান,আব্দুল মান্নান,আব্দুল হামিদ, জমিয়ত নেতা মাওলানা আনোয়ারুল ইসলাম,মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আফজাল হোসেন,মাওলানা ফারুক আহমদ,মাওলানা রায়হান আহমদ,মাওলানা তোফায়েল আহমদ,মাওলানা ইমরান হোসেন, পীর জসিম উদ্দিন, ব্যবসায়ী শফিক উদ্দিনব্যবসায়ী আমির উদ্দিন,ব্যবসায়ী জসিম উদ্দিন, ছাত্রনেতা মিছবাহ উদ্দিন,আবিদ হোসেন জাবেদ, জিহান আহমদ,,রোটারেক্টর জামিল আহমদ,জাহান আহমদ, ফরিদ আল মামুন, মিজানুর রহমান,আব্দুল হামিদ খাঁন, হাফেজ আবদুল্লাহ,মাহবুবুর রহমান, জাকারিয়া আহমদ, রেদওয়ান হোসেন,মিজানুর রহমান,সাইদুর রহমান অমিত,আলমগীর হোসেন,শরীফুল ইসলাম,সুলতান হোসেন, সাইফুর রহমান সাইফ,আমিনুল হক শাওন,মোমেন আহমদ,হাসান আহমদসহ হাজারো জনতা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পরবর্তী দোয়া পরিচালনা করেন দারুসসুন্নাহ মুরাদগন্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান। এদিকে উপজেলার দুবাগ ইউনিয়নবাসীর উদ্যোগে আজ আসরের নামাযের পর স্থানীয় শেওলা শেতু সংলগ্ন দুবাগ চৌমুহনীতে নাস্তিক লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খাঁনর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার অন্যতম আলেমে দ্বীন ও দুবাগ ইউপির কৃতি সন্তান মাওলানা নুরুল  ইসলাম এলএলবি। এসময় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুবাগ ইউপির বর্তমান চেয়ারম্যান ও দুবাগ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম দাদা ভাই, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,মাওলানা শিব্বির আহমদ,মাওলানা রুহুল আমিন,খায়রুল ইসলাম, আফজল হোসেন প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com