Latest News

জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে বিয়ানীবাজারে ছাত্রলীগের মিছিল

সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার: যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে আনন্দ প্রকাশ ও জামায়াত-শিবিরের ডাকা ৩দিনের  হরতালের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার পৌরশহরের উত্তর বাজার মোড় থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উত্তর বাজার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা কামাল হোসেনের সভাপতিত্বে ও কাওছার আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসী কার্যকর করার জন্য সরকারের কাছে দাবী জানান এবং উপজেলার ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনার আহবান জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা ফয়ছল আহমদ, আতিকুল হক শিমুল,ওয়াহিদুজ্জামান টিটন,সুমন আহমদ,জাকারিয়া মাহমুদ,পৌর যুবলীগ নেতা আহমদ হোসেন, রায়হান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা অনির্বাণ চন্দ্র পল্লব, সাহেদ আহমদ, মাহমুদ হোসেন, হুমায়ুন কবির এমেল, সিদ্দিক আহমদ,  আবু তাহের সাজু, ফরহাদ হোসেন, জাকারিয়া ইসলাম,কলেজ ছাত্রলীগ নেতা ছিদ্দিকুর রহমান, আবজল হোসেন, আব্দুল¬াহ আল নোমান, জিহান আহমদ, রাসেল আহমদ, খালেদ আহমদ, এ.এইচ মাহবুব, সুমন আহমদ, নাহিদুল ইসলাম, জাফর আহমদ, জুনেদ আহমদ, আশরাফুল হক রুনু, রনি আহমদ, হালিম আহমদ রাজিম, কামরান আহমদ, জাকারিয়া জয়, জামান আহমদ, নাইম উদ্দিন, হানিফ আহমদ, তারেক আহমদ, জাফরান আহমদ, শুভ আহমদ, অঅহনাফ দীপন, মাহমুদুর লিয়ন, জামিল আহমদ, মাজেদ আহমদ, নিজু আহমদ, সাব্বির হোসেন, জহিরুল হক শুয়েব, কাওছার আহমদ টিপু প্রমুখ। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com