এসবিএন ডেস্ক: উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়েছে আমেরিকান নাসার একটি
চালকবিহীন রকেট। ২৮ অক্টোবর, মঙ্গলবার আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে এ ঘটনা ঘটে।
নাসা সম্প্রচার কেন্দ্র জানায়, মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা রকেটটি কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয় এবং এটি পৃথিবীতেই ধ্বংস হয়। ১৪ তলা স্তর বিশিষ্ট এ রকেটটি নির্মাণ ও পরিচালনা করা হয় ‘অরবিটাল সাইন্সেস ক্রপ’ দ্বারা।
নাসা মিশনের মুখপাত্র ডেন হেউট বলেন, ‘‘ঠিক কী কারণে নাসার রকেটটি বিস্ফোরিত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।’’
এদিকে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে নাসা।
রকেট উৎক্ষেপনের আগে অরবিটাল সাইন্সেস এর নির্বাহী সহ-সভাপতি ফ্রেঙ্ক কালবার্টসন বলেন, ‘‘এটি তৈরিতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।’’
নাসা সম্প্রচার কেন্দ্র জানায়, মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা রকেটটি কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয় এবং এটি পৃথিবীতেই ধ্বংস হয়। ১৪ তলা স্তর বিশিষ্ট এ রকেটটি নির্মাণ ও পরিচালনা করা হয় ‘অরবিটাল সাইন্সেস ক্রপ’ দ্বারা।
নাসা মিশনের মুখপাত্র ডেন হেউট বলেন, ‘‘ঠিক কী কারণে নাসার রকেটটি বিস্ফোরিত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।’’
এদিকে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে নাসা।
রকেট উৎক্ষেপনের আগে অরবিটাল সাইন্সেস এর নির্বাহী সহ-সভাপতি ফ্রেঙ্ক কালবার্টসন বলেন, ‘‘এটি তৈরিতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।’’