Latest News

মোয়াজ্জম হোসেন আলালের মুক্তি দাবি করে স্পেন যুবদলের সভা

এসবিএন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জম হোসেন আলালকে গ্রেফতার করায় নিন্দা জ্ঞাপন ও তার মুক্তির দাবিতে সভা করেছে স্পেন যুবদল৷ গত ২৬ অক্টোবর মাদ্রিদে স্থানীয় একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত এ সভায় বক্তারা আলালসহ আটক নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, সম্পূর্ণ ফ্যাসিস্ট কায়দায় বাকশালি সরকার যুব সমাজের অহংকার কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জম হোসেন আলালসহ ৮০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে৷ নেতাদের মুক্তি দিন, নতুবা বহির্বিশ্ব থেকেও গণআন্দোলন গড়ে তোলা হবে৷ স্পেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জসিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খান ও যুগ্ম সম্পাদক ছানুর মিয়া ছাদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠত প্রতিবাদ সভার শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন যুবদল নেতা জাকির হোসেন। বক্তব্য রাখেন স্পেন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান দিদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান, সহ-সভাপতি আহমেদ বুলবুল, প্রচার সম্পাদক সুজন মিয়া, যুবদল নেতা রাসেল আহমেদ প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com