Latest News

লিমনের পায়ে গুলি ‘নিছক দুর্ঘটনা’

এসবিএন ডেস্ক: ঝালকাঠির ছাত্র লিমনের পায়ে র‌্যাব সদস্যের গুলি ‘নিছক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্তে র‌্যাব দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘একজন দুষ্কৃতকারীকে গুলি করতে গিয়ে লিমনের পায়ে লাগে। এটা নিছক দুর্ঘটনা। দুর্ভাগ্যক্রমে ঘটেছে। এ কারণে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে।’
তবে তদন্তে যদি র‌্যাব সদস্যরা দোষী প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
র‌্যাববের সফলতা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেখানে পুলিশও ব্যর্থ হচ্ছে, সেখানে র‌্যাব সফল হচ্ছে। 

এদিকে গত ২১ অক্টোবর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ব্যক্তিগত শত্রুতার জেরে শাহ আলম নামে এক ব্যক্তির দু’পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে মহাপুলিশ পরিদর্শককে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘কেউই অপরাধ করে ছাড় পাবে না। র‌্যাব-পুলিশ কেউই আইনের উর্ধ্বে নয়।’

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com