সেলিম আলম, মাদ্রিদ : ঐক্যবদ্ধ থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও মাদারীপুর তথা বাংলাদেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে স্পেনের মাদ্রিদে সম্পন্ন হলো মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের মিলনমেলা৷ গত ১৩ অক্টোবর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েসন হলে আয়োজিত এ মিলনমেলায় সভাপতিত্ব করেন স্পেনে প্রবাসী মাদারীপুরের প্রবীন ব্যক্তিত্ব ডাঃ দুলাল আহমেদ। তরুন সংগঠক মোখলেছুর রহমান দিদারের পরিচালনায় সংগঠনের লক্ষ্য ও কর্মপদ্ধতি নিয়ে বিষদ আলোচনা উপস্থাপন করেন মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের অন্যতম সংঘটক শফিক খান।
মিলনমেলায় বক্তব্য রাখেন সমাজ সেবী মিজানুর রহমান বিপ্লব, মিলান প্রেসক্লাবের সভাপতি কাওসার হাওলাদার , আয়োব আলী সুহাগ, একেএম জহিরুল ইসলাম, সাংবাদিক বকুল খান, দবির তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, যেকোন সংগঠনকে গতিশীল করতে মেধাবী, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব প্রয়োজন। মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাব সেই নেতৃত্বে আরো এগিয়ে যাবে বলে বক্তারা প্র্ত্যাশা করেন।