সুফিয়ান আহমদ, বিয়ানীরবাজার: দেশের অন্যতম শিশু সাহিত্যিক বিয়ানীবাজারের কৃতি সন্তান ছড়াকার ও লেখক লোকমান আহমদ আপন এক এর সাথে মতবিনিময় সভা করেছে বিয়ানীবাজারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “স্পর্শ সোস্যাল মিডিয়া” এর সদস্যরা। ২৪ অক্্টোববর, শুক্রবার রাত ৮টায় স্পর্শ সোস্যাল মিডিয়া’র পৌরশহরের দক্ষিণ বাজারস্থ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার আহমদ হোসেন খাঁন। সংগঠনের সভাপতি সাংবাদিক সুফিয়ান আহমদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পার্থ পাল দিপক,সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, সহ সাধারণ সম্পাদক আমিনুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক মোমেন আহমদ, সহ-সাংগঠনিক শুভ্র দেব, অর্থ সম্পাদক ছিদ্দিকুর রহমান, শিক্ষা সম্পাদক সাইদুর রহমান, সহ শিক্ষা সম্পাদক মোস্তফা আহমদ, সাংস্কৃতিক সম্পাদক হাছানুর রহমান, প্রচার সম্পাদক সয়ফুল আলম, সমাজসেবা সম্পাদক স্বপন মাহমুদ, সহ সমাজসেবা সম্পাদক দিপু দাস, সংগঠনের সদস্য নাহিদুর রহমান, জুয়েল আহমদ,হায়দার আহমদ, নুরুল ইসলাম শিপু প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ছড়াকার লোকমান আহমদ আপন তার লেখা কয়েকটি বই “স্পর্শ সোস্যাল মিডিয়া” কে উপহার দেন।
মতবিনিময় সভা শেষে ছড়াকার লোকমান আহমদ আপন তার লেখা কয়েকটি বই “স্পর্শ সোস্যাল মিডিয়া” কে উপহার দেন।