Latest News

বনভোজন এর মাধ্যমে ঈদ পূনর্মীলনী করলেন মাদ্রিদের ‘ভাবীগণ’ (ভিডিও)

সেলিম আলম, মাদ্রিদ : স্পেনের মাদ্রিদে স্থানীয় একটি পার্কে বনভোজন এর মাধ্যমে ঈদ পূনর্মীলনীর আয়োজন করেন মাদ্রিদে অবস্থানরত মহিলাদের সমন্বয়ে গঠিত ''ভাবীগণ'' গত ২১ অক্টোবর মাদ্রিদের পার্কে রিও দে মানছানাতে অনুষ্টিত বনভোজনে দেশিয় বিভিন্ন রকমের খেলাধূলা ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শিশু-কিশোরদের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরা   নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগী করতেই এই আয়োজন বলে জানান বনভোজন এর ব্যবস্থাপনায় থাকা রোকসানা আক্তার হাসি, শামিমা হোসেন ডলি বেগম এবং  সহযোগিতায় থাকা আতা ববিসুমন হাওলাদার আবু বক্কর বনভোজনে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান বিপ্লব, জহিরুল ইসলাম নয়নআবুল হুসেন, সুহেল, আব্দুল গফুর ফরিদ প্রমূখ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com