সেলিম আলম, মাদ্রিদ : আওয়ামী সরকার জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামী
আন্দোলনকে নিশ্চিহ্ন করতে চায়৷ কিন্তু ১৫ কোটি মুসলমানের
দেশে তা কখনো সম্ভব হবেনা; বরং শহীদদের রক্তে রঞ্জিত এ দেশে অচিরেই ইসলামের বিজয়
আসবে৷ জামাতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে সেইভ
বাংলাদেশ ইন স্পেন এর ব্যানারে অনুষ্টিত সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গত ২৯ অক্টোবর মাদ্রিদের আইএফই অফিসে সংগঠনের
আহবায়ক আল মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আলমের পরিচালনায় অনুষ্টিত এ সভায়
বক্তব্য রাখেন ইসলামিক ফোরাম ইন স্পেনের সভাপতি মোর্শেদ আলম, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক ও
পেট্রিয়ট বাংলাদেশের আহবায়ক মিনহাজুল আলম মামুন, হাফিজ জহির উদ্দিন, জিদ্দি চৌধুরী, ইসলাম উদ্দিন পঙ্কি, আবুল হাশেম মেম্বার, সোহেল আহমেদ সামসু, দিদারুল কারিম, জিল্লুল আল হক প্রমুখ৷
বক্তারা ট্রাইব্যুনালের সমালোচনা করে বলেন, এ রায় সম্পুর্ন রাজনৈতক এবং বিশেষ
মহলকে খুশী করার জন্য দেয়া হয়েছে৷ তারা এর তিব্র প্রতিবাদ জানান এবং নিজামীর অবিলম্বে মুক্তি দাবী করেন।