Latest News

সেইভ বাংলাদেশ মিডল্যান্ডস এর প্রতিবাদ সভা ও গায়েবানা জানাযা গোলাম আযমের জানাযা নিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহবান


এসবিএন ডেস্ক : জামাতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের জানাযার নামাজ নিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহবান জানিয়েছে সেইভ বাংলাদেশ মিডল্যান্ডস। ২৪ অক্টোবর শুক্রবার বাদ জুম্মাহ বার্মিংহামের কভেন্ট্রি রোডের ঐতিহাসীক স্মলহীথ পার্কে অধ্যাপক গোলাম আযমের গায়েবানা জানাযার নামাজ পুর্ব্বক এক প্রতিবাদ সভায় সেইভ বাংলাদেশ মিডল্যান্ডস এর নেতৃবৃন্দ এই আহবান জানানো হয়। সেইভ বাংলাদেশ মিডল্যান্ডসের উদ্যোগে এই প্রতিবাদ সভা ও গায়েবানা জানাযার নামাজের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অধ্যাপক গোলাম আযমের ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিকের ভুমিকা,ডাকসুর জিএস থাকাবস্থায় সুস্থ্য ছাত্ররাজনীতির উল্লেখ করে তাঁকে বাংলাাদেশসহ মুসলীম বিশ্বের ইসলামি আন্দোলনের মহান ব্যক্তিত্ব আখ্যায়িত করেন। তারা  তাঁর লাশ নিয়ে বর্তমান সরকারকে আর রাজনীতি না করারও আহবান জানান। সেইভ বাংলাদেশ মিডল্যান্ডসের আহবায়ক মৌলানা এটিএম মোকাররম হাসানের সভাপতিত্বে ও আব্দুস সালাম মাসুমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্রিটেন সফররত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের ঈমাম মৌলানা মতিউর রহমান, সেইভ বাংলাদেশ মিডল্যান্ডসের মৌলানা এনামুল হাসান সাবির,মুস্তাকিম বোরহানী,ব্যারিষ্টার মোহাম্মদ ঈসমাইল,মৌলানা সাইফ উদ্দিন,সুহেল আহমেদ চৌধুরী প্রমূখ। প্রতিবাদ সভা শেষে সেইভ বাংলাদেশ মিডল্যান্ডসের আহবায়ক মৌলানা এটিএম মোকাররম হাসানের ঈমামতিতে অধ্যাপক গোলাম আযমের গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযার নামাজে সেইভ বাংলাদেশ মিডল্যান্ডসের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com