সেলিম আলম, মাদ্রিদ : অধ্যাপক ড: পিয়াস করিমের মৃতু্যতে
শোকসভা ও দোয়া মাহফিল এবং বাংলাদেশে অবৈধ আওয়ামীলীগ সরকারের
পতনের দাবিতে প্রতিবাদ
সভা করেছে স্পেন বিএনপি। গত
২০ অক্টোবর মাদ্রিদে স্থানীয় একটি রেষ্টুরেন্টে
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপি’র
সভাপতি খুরশদে আলম মজুমদার৷ স্পেন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি ও মোরশেদ আলম তাহেরের যৌথ পরচিালনায় অনুষ্ঠিত সভায়
বক্তারা বলেন, অবৈধ আওয়ামীলীগ
সরকার গুনিজনের সম্মান
দিতে জানেনা। ড. পিয়াস করিমের কর্ম চিন্তা লেখনি প্রমাণ করে তিনি একজন দেশ প্রেমিক মুক্তচিন্তার মানুষ৷ অথচ আওয়ামীলীগ পিয়াস করিমের লাশ নিয়ে রাজনীতি করে শহীদ মিনারকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে৷ বক্তারা পিয়াস করিমের রুহের মাগফরোত কামনা করেন৷ সভায় অন্যানের বক্তব্য রাখনে ডাক্তার দুলাল আহমদে, মোখলেছুর রহমান দিদার, ইসলাম উদ্দনি পঙ্কি, কাজী জসমি, ইমরুল বাসরি, সুহেল ভুইয়া, শাওন, আউয়াল খান, নাজু ইসলাম ,আরফি সরকার, সাইফুল আলম, পলাশ প্রমুখ।
বক্তারা আরো বলেন, বর্তমান বাকশালী সরকার গনতন্ত্রে বিশ্বাসী অধ্যাপক পিয়াস করিমের লাশকে শহীদ মিনারে সাধারণ জনগণকে শ্রদ্ধা জানাতে না দিয়ে তার অধকিার হরন করছে৷ সীমা লঙ্গনকারী হাসিনার সরকারকে আন্দোলনের মাধ্যমে জনগন অচিরেই ক্ষমতাচ্ছুত করবে৷ তারা তার শোক সন্তপ্ত পরবিাররে প্রতি সমবদেনা জানান৷