Latest News

এরশাদের শোডাউনে ছিলেন না রওশন

এসবিএন ডেস্ক:  দীর্ঘদিন পর নেতাকর্মীদের নিয়ে বড় ধরনের শোডাউন করলেন এইচএম এরশাদ৷ রাজধানীর বনানী মাঠে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের নামে আয়োজিত এরশাদের এই শোডাউনে তার  ছোট ভাই জিএম কাদের উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ৷
জানা গেছে, বেশ কিছুদিন ধরে ভাড়াটিয়া লোকজন দিয়ে সভাসমাবেশ করে সমালোচনার মুখে পড়ে জাতীয় পার্টি। তাই ৩১ অক্টোবর, শুক্রবার বনানী মাঠের পুনর্মিলনী অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের দেখা গেছে। এই অনুষ্ঠানে লোকসমাগমও ছিল চোখে পড়ার মতো। বড় ধরনের শোডাউনে বেশ ফুরফুরে মেজাজে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান এরশাদ।
এ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টি মরে নাই। আমরা দেখাতে চাই, জাতীয় পার্টি কারো চেয়ে কম নয়। পার্টিকে সুসংগঠিত করতে আমি নিজেই রাজপথে নেমেছি, সংসদেও আছি। নির্বাচনের বাকি চার বছর। গ্রাম-গঞ্জে ঘুরে মানুষকে বলতে হবে জাতীয় পার্টির টার্গেট-১৫১। ‘জাতীয় পার্টি একশ একান্ন’ উচ্চারণ করে এটিকে দলের স্লোগান হিসেবেও উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি।
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘তারা মানুষ নিয়ে চিন্তা করে না। ছিনতাইকারীর হাতে গৃহবধূ প্রাণ দিচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, খুন, ধর্ষণের ঘটনা। যেন মানুষের জীবনের কোনো মূল্যই নেই। এত কিছু ঘটছে, কিন্তু কোনো কূলকিনারা নেই। নারীর ক্ষমতায়নের নামে নারীসমাজকে বিদ্রূপ করা হচ্ছে। পুরো সমাজ আজ হতাশাগ্রস্ত। দেশে কর্মসংস্থান নেই, বেকারত্ব বাড়ছে, বাড়ছে অপরাধও। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। আমাদের চিন্তা একটাই— কীভাবে ক্ষমতায় যাব আর টিকে থাকব। ’
তিনি বলেন, মানুষ এই পরিস্থিতির পরিবর্তন চায়। জাতীয় পার্টিও চায় যে কোনো মূল্যে আজকের এই সমাজব্যবস্থা বদলে দিতে। মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে আগামীতে ক্ষমতায় যেতে হবে। টার্গেট ১৫১ আসন। আমরা পারব, টার্গেট পূরণ করে আগামীতে আমরাই ক্ষমতায় যাব।’ তিনি নেতাকর্মীদের বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
এরশাদ বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক পরিষদ করে জনগণের কাছে ক্ষমতা দেব।’ আমলাতন্ত্র নয়, সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।’
মহানগর উত্তর সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ নেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, আবুল কাসেম, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মহানগর উত্তর সেক্রেটারি বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com