Latest News

পবিত্র হজ্ব নিয়ে লতিফ সিদ্দিকির কটুক্তির প্রতিবাদে মাদ্রিদে সভা (ভিডিও)

সেলিম  আলম, মাদ্রিদ:  মহানবী হযরত মোহাম্মদ (সা:), সাহাবী বৃন্দ ও ইসলামের অন্যতম স্থম্ভ পবিত্র হজ্ব নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকির কটুক্তির প্রতিবাদ ও তাকে নাস্তিক আখ্যায়িত করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে মাদ্রিদে  সভা  করেছে  ''পেট্রিওট বাংলাদেশ ইন স্পেইন'' নামক একটি সংগঠন।   গত ২ অক্টোবর মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কবি মিনহাজুল আলম মামুন।  বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এপর্যন্ত যত নাস্তিক ইসলাম ধর্মকে কটাক্ষ করেছে বাংলাদেশে, তার চেয়ে অনেক বেশি  ইসলাম অবমাননার ঘটনা ঘটেছে এই আওয়ামীলীগ সরকারের আমলে। সেলিম আলম ও আবু জাফর রাসেলের  যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন পঙ্কিইসলামিক ফোরাম ইন স্পেনের সেক্রেটারি মোর্শেদ আলম মাসুদ জিদ্দি চৌধুরী,  হুমায়ুন কবির রিগান, হেলাল আহমেদপারভেজ, আবু তাহের, ফরহাদ আহমেদ, সানুর মিয়া ছাদ,  আবুল হুসেন, দিদারুল আলম প্রমুখ।
 বিশ্বের বিভিন্ন দেশের চাইতে বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা এবং কটাক্ষ বেশি হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, অভিলম্বে এ সকল  নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে নতুন করে আইন প্রনয়ন করতে হবে। তারা লতিফ সিদ্দিকীর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়াসহ বিভিন্ন কর্মসুচী ঘোষণা করেন। এর মধ্যে গণস্বাক্ষর অভিযান, দূতাবাসে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ রয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com