Latest News

বার্সেলোনা বাংলা স্কুলের মতবিনিময় সভা ৩১ অক্টোবর

পরীক্ষা চলাকালীন বাংলা স্কুলের ছাত্র ছাত্রীদের একাংশ
এসবিএন ডেস্ক: নতুন ছাত্র ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের সাথে বার্সেলোনা আন্তর্জাতিক বাঙালি বাংলা স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর৷   বছরে এক বা একাধিকবার ছাত্র ছাত্রীদের পাঠদান বা অনুশীলন বিষয়েও ঐদিন আলোচনা হবে৷ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে  স্কুল কার্যালয়ের ৪০৩ নং কক্ষে যথা সময়ে উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতা প্রদানের জন্য  জন্য আন্তর্জাতিক বাঙালি পরিচালিত বার্সেলোনা বাংলা স্কুল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন৷ আগামী ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে নতুন ছাত্র ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে বলে স্কুল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
পরীক্ষা চলাকালীন বাংলা স্কুলের ছাত্র ছাত্রীদের একাংশ
যোগাযোগ - আন্তর্জাতিক বাঙালি বাংলা স্কুল, ESCOLA PIA SANT ANTONI, C/ RONDA SANT PAU 72, BARCELONA


ছবি কৃতজ্ঞতা- ফেসবুক৷
বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্কুলের শিক্ষকবৃন্দ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com