Latest News

চমক অাছে, অপেক্ষায় থাকুন- ম্যাডোনা

এসবিএন ডেস্ক: দীর্ঘদিন পর আবারো ফিরছেন বিশ্বনন্দিত পপতারকা ম্যাডোনা। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর ফাইনাল পর্বের মধ্য দিয়ে তিনি ফিরছেন।

শুধু এখানেই শেষ নয়, ম্যাডোনা ফিরছেন নতুন গান নিয়েও। নিজের ১৩তম একক অ্যালবাম নিয়ে শিগগিরই শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এ গায়িকা।

এরই মধ্যে অ্যালবামের একাধিক গানের কাজ নিজ স্টুডিওতে সম্পন্ন করেছেন তিনি। বিভিন্ন ধরনের গানই এবার শ্রোতাদের জন্য তৈরি করেছেন ৫৬ বছর বয়সী ম্যাডোনা। এরই মধ্যে ফেরার প্রস্তুতি ভালভাবেই নিয়েছেন তিনি।

অ্যালবাম প্রকাশের পর একটি ওয়ার্ল্ড ট্যুরেও যাবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মিডিয়াকে দেয়া একটি সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাডোনা বলেন, ‘দ্য এক্স ফ্যাক্টর একটি জনপ্রিয় রিয়েলিটি শো। এর ফাইনালে অংশ নেবো বলে ভালই লাগছে। আর আমি খুব শিগগিরই আমার ১৩তম স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছি। পাশাপাশি একটি ওয়ার্ল্ড ট্যুরেও যাচ্ছি। আমার ভক্তদের জন্য আরও কিছু চমক অপেক্ষা করছে। অপেক্ষায় থাকুন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com