Latest News

বার্সেলোনায় অভিবাসী মেলা সম্পন্ন: বাঙালী সংস্কৃতি তুলে ধরেছে সুররঙ একাডেমী (ভিডিও সহ)

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় বসবাসরত অভিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি বিনিময়ের জন্য বার্সেলোনা সিটি কর্পোরেশন প্রতি বছরের ন্যায় এবারো  অভিবাসী মেলার আয়োজন করে। এই মেলায় বিভিন্ন দেশের অভিবাসী সংগঠনগুলোর সাথে বার্সেলোনার সুররঙ একাডেমীও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেছে নানান আয়োজনের মাধ্যমে। গত ১৯ অক্টোবর মল দে লা বার্সেলোনেটা নামক স্থানে অভিবাসী দেশগুলোর জন্য নির্ধারিত স্টলগুলো সাজানো হয় নিজস্ব সংস্কৃতির আদলে। পোষাক পরিচ্ছদেও ছিল সংস্কৃতির ছোঁয়া। বাংলাদেশের সুররঙ একাডেমী ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস উপস্থাপন করে দর্শনার্থীদের কাছে। 

দর্শনার্থীদের নামও বাংলায় লিখে দেয়ার ব্যতিক্রমী আয়োজন রাখা হয়।দর্শনার্থীরা হাতে আল্পনাও এঁকে নেন সুররঙ একাডেমীর স্টল থেকে৷  









সুররঙ একাডেমীর কর্ণধার ফামিয়া খান তিথী জানান, প্রতি বছর বার্সেলোনা সিটি কাউন্সিল অভিবাসীদের নিয়ে এমন আয়োজন করলেও ২০১০ সাল থেকে বাংলাদেশের হয়ে সুররঙ একাডেমী অংশগ্রহণ করছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com