Latest News

মাদ্রিদে শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকী পালন (ভিডিও সহ)

সেলিম আলম, মাদ্রিদ :   কোন ব্যক্তিকে হত্যা করে তার আদর্শ বা চেতনাকে মুছে ফেলা যায়না। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে ছোট শিশু রাসেলসহ স্বপরিবারে হত্যা করা হলেও তার দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে পারেনি হায়েনারা। বাংলার মানুষ আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবে।  শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্পেন যুবলীগের সভায় বক্তারা এ কথাগুলো বলেন।  গত ২২ অক্টোবর মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত এ  সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম রেজা।  সাধারন সম্পাদক ইফতেখার আলমের পরিচালনায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন আতা, সাধারন সপাদক জহিরুল ইসলাম নয়ন,  মুক্তিযোদ্ধা নুর মিয়া,  একেএম জহিরুল ইসলাম,  আব্দুল কাইয়ুম সেলিম, ফয়জুর রহমান, আব্দুর রহমান,  আয়ুব আলী সোহাগ, তোতা গাজী, মামুন হাওলাদার প্রমুখ।
বক্তারা  শেখ হাসিনার বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামীলীগ সরকারকে সহযোগিতা করতে হবে। আর সেজন্য সকল দেশ প্রেমিকদের এক হয়ে শেখ হাসিনার নির্দেশে কাজ করতে হবে।  এ সময় তারা কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com