Latest News

গ্রন্থ পর্যালোচনা : ফেসবুক A টু Z

প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন অর্ণব এর গ্রন্থ  ফেসবুক A টু Z

আজিজুল হক মানিক:
সোশ্যাল নেটওয়ার্ক সেবাদানকারী ওয়েবসাইট হিসেবে বিশ্বে এখন সবচেয়ে  জনপ্রিয় নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক ৷যেটি ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে যাত্রা 
শুরু করে ৷ফেসবুকের সবচেয়ে বড়দিক হচ্ছে এটি ব্যবহারে কোন রকম অর্থ 
প্রদান করতে হয়না ৷ এটি একটি সম্পূর্ণ ফ্রি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ৷
ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে সবাই আগ্রহী ৷ মানুষের এই আগ্রহের  
সম্পূর্ণ তথ্য পাওয়া যায় প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন অর্ণব এর গ্রন্থ 
‘ফেসবুক A টু Z’-তে ৷ প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন অর্ণব ১৯৮৬ সালে 
নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন চণ্ডীপুর গ্রামে জণ্মগ্রহণ করেন ৷ বর্তমানে 
তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ  কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ৷ নাঈম বুকস  ইন্টারন্যাশনাল, ৩৮ বাংলাবাজার(২য় তলা),ঢাকা-১১০০ প্রকাশনী হতে এবং লেখক কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত এই গ্রন্থটিতে ফেসবুক সম্পর্কে  বিস্তারিত তথ্য রয়েছে ৷লেখক তাঁর বক্তব্যে বলেন, যেসব ব্যক্তি ইতোমধ্যে  ফেসবুক ব্যবহার করছেন অথবা যারা ব্যবহার করতে আগ্রহী কিন্তূ সঠিক  নির্দেশনার অভাবে এখনও ব্যবহার শুরু করেননি তাদের জন্যই মূলত এই বইটি ৷ 
ফেসবুক ব্যবহারকারীদের সর্বাধিক সুবিধার জন্য বইটিতে ফেসবুকের আলাদা 
আলাদা অ্যাপ্লিকেশন নিয়ে মোট ২৫টি অধ্যায়ের ব্যবহার বিধি ছবিসহ উপস্থাপন করা হয়েছে ৷গ্রন্থটিতে ফেসবুকের ইতিহাস তুলে ধরা হয়েছে, বর্তমানে এর কর্মীসংখ্যা প্রায় ২০০০ এবং ১২টি দেশ থেকে এর কার্যক্রম পরিচালনা করা 
হচ্ছে ৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ, ক্রিস হিউজেস, ডাস্টিন মসকোভিজ, এডুয়ার্ডো সেভ্রিন । প্রধান কার্যালয়-পালো আল্টো,  ক্যালিফোর্নিয়া, ইউ.এস.এ৷ ইউরোপ,আফ্রিকা,মিডিল-ইস্ট এর কার্যালয়- ডাবলিন,আয়ারল্যান্ড ৷এশিয়ার প্রধান কার্যালয়-সিউল,দক্ষিণ কোরিয়া ৷ওশেনিয়ার প্রধান কার্যালয়-ওয়েলিংটন,নিউজিল্যান্ড ৷দক্ষিণ এশিয়ার প্রধান কার্যালয়-হায়দ্রাবাদ,ইন্ডিয়া ৷সার্ভিস এরিয়া-বিশ্বব্যাপী ৷ গ্রন্থটিতে ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জীবনবৃত্তান্ত  তুলে ধরা হয়েছে ৷মার্ক জুকারবার্গের পুরোনাম মার্ক ইলিয়ট জুকারবার্গ;  জন্ম- ১৯৮৪সালের ১৪মে; জন্মস্থান-হোয়াইট প্লেইনস,নিউইয়র্ক; বর্তমান অবস্থান-পালো আল্টো, ক্যালিফোর্নিয়া; জাতীয়তা-আমেরিকান; পড়াশুনার  বিষয়-কম্পিউটার সায়েন্স; ওয়েব সাইট-www.facebook.com/markzuckerberg  ৷
গ্রন্থটিতে ফেসবুকের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ৷ অধ্যায়-২  সাইন আপ  কলামে বলা হয়েছে=সাইন আপ এর আগে জেনে নিন, ফেসবুকে সাইন 

আপ করতে যেসব তথ্যের প্রয়োজন হয়, ফেসবুক ব্যবহারকারী হতে চাইলে নূন্যতম বয়স, ফেসবুকে নতুন অ্যাকাউন্ট তৈরী করবেন যেভাবে, ফেসবুক পাসওয়ার্ড শক্তিশালী করুন, ফেসবুকের ইমেইল আইডি ভুলে গেলে করণীয়, ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়, রিসেট পাসওয়ার্ডের ইমেইল না পেলে করণীয়, নিজের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন যেভাবে, প্রতিবার লগ ইন এর সময় রিসেট পাসওয়ার্ড চাইলে করণীয়, ফেসবুক লগ আউট করবেন যেভাবে, 
পাসওয়ার্ড রিসেট না করলেও পাসওয়ার্ড রিসেট ইমেইল আসে যে কারণে, ফেসবুকে নিজের নাম পরিবর্তন অথবা এডিট করতে চাইলে ৷ অধ্যায়-৩ প্রোফাইল কলামে বলা হয়েছে= পাবলিশার আসলে কি?, পাবলিশার যেভাবে কাজ করে, ফেসবুকে নিজের স্ট্যাটাস আপডেট করবেন যেভাবে, যেসব পোস্টকে ট্যাগ করতে পারবেন, যেসব ব্যক্তি আপনার পোস্টকে ট্যাগ করতে পারবে, সহজেই নিজের স্ট্যাটাস কন্ট্রোল করতে পারেন, পাবলিশার কন্ট্রোলের জন্য ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে পারেন, কাস্টমাইজ পাবলিশ পোস্ট বলতে যা বোঝায়, নিজের কোন পোস্ট সবার কাছে উন্মুক্ত করতে চাইলে, ফেসবুকে নিজের প্রোফাইল এডিট করতে চাইলে, সহজেই রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করুন, সহজেই ল্যাংগুয়েজ পরিবর্তন করে নিতে পারেন, নিজের প্রোফাইলে ফ্যামিলি 
মেম্বারদেরকে যুক্ত করতে চাইলে, ওয়েব ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে নিজের প্রোফাইলে রাখতে চাইলে,  প্রোফাইল ফটো ডিলিট করার সহজ পদ্ধতি, ফেসবুকের ইমেইল নোটিফিকেশনগুলো কন্ট্রোল করতে চাইলে ৷ অধ্যায়-৪ লগ ইন এবং পাসওয়ার্ড  কলামে বলা হয়েছে= ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু কথা, অন্যের ইমেইল ব্যবহার করে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট খুললে করণীয়, ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ব্যবহারের সময় “Keep me loged in” সত্রিূয় রাখতে চাইলে, ফেসবুকে লগ ইনের সময় “Unregistered” ইমেইল প্রদর্শন করলে করণীয়, ফেসবুকের টেক্সট সাইজ অথবা ফন্ট সাইজ বাড়াতে কিংবা কমাতে চাইলে, শর্টকাট কী ব্যবহার করে ফেসবুকের হোম পেজ নিয়ন্ত্রণ করতে চাইলে ৷ অধ্যায়-৫ মেসেজ এবং ইনবক্স কলামে বলা হয়েছে=ফেসবুকে অন্যকে মেসেজ পাঠাবেন যেভাবে, একসাথে একাধিক ব্যক্তিকে মেসেজ পাঠাতে চাইলে, “Reply All” এবং “Individual Reply” বলতে যা বোঝায়,ফেসবুকে যেসব ব্যক্তি আপনাকে মেসেজ পাঠাতে পারবে, মেসেজ পাঠানোর সময় একসাথে সহজেই ফটো-ভিডিও অথবা লিংক পাঠাতে পারেন, ফেসবুক মেসেজ নিয়ন্ত্রণ হোক নিজের মতো, ফেসবুক মেসেজ সার্চ যেভাবে কাজ করে, মেসেজ থ্রেড বলতে যা বোঝায়, ফেক 
নোটিফিকেশন ইমেইল, ফেসবুকের ইনবক্স লোডিং সমস্যা দেখা দিলে করণীয় ৷অধ্যায়-৬ ফ্রেন্ডস  কলামে বলা হয়েছে=ফেসবুকে কোন ব্যক্তিকে ফ্রেন্ড হিসেবে যুক্ত করবেন যেভাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাবার পর “Not Now” বাটনে 
ক্লিক করলে করণীয়, ফেসবুকে যেসব ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটি নিয়ন্ত্রণ করতে চাইলে, কোন ফ্রেন্ডকে রিমুভ বা ডিলিট করতে চাইলে, ফেসবুকে অন্যকে ব্লক করবেন যেভাবে, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে ফ্রেন্ড লিস্টে যুক্ত করবেন যেভাবে, অন্যের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করে পছন্দের ফ্রেন্ড লিস্টে যুক্ত করার সহজ পদ্ধতি, ফেসবুকে যেসব ব্যক্তি আপনার কন্টাক্ট ইনফরমেশন দেখতে পাবে সেটি নিয়ন্ত্রণ করতে চাইলে, ফেসবুকে সহজেই ফ্রেন্ড লিস্টের নাম এডিট করুন ৷ অধ্যায়-৭ ওয়াল  কলামে বলা হয়েছে=ফেসবুকে ওয়াল প্রাইভেসি সেটিংস এডিট করার সহজ পদ্ধতি, যেসব ব্যক্তি আপনার ওয়াল পোস্ট দেখতে পাবে, যেসব ব্যক্তির ওয়ালে আপনি লিখতে পারবেন, ওয়ালে যেসব বিষয় যুক্ত করতে পারবেন, কোন ওয়াল পোস্ট ডিলিট করতে চাইলে ৷ অধ্যায়-৮ ওয়ার্নিংস কলামে বলা হয়েছে=ফেসবুকের সিকিউরিটি এবং ওয়ার্নিংস সম্পর্কে কিছু কথা, সেন্ডিং মেসেজ ব্লক হলে করণীয়, সমস্ত কনটেন্ট ফেসবুক সাপোর্ট করেনা, অপ্রত্যাশিত ওয়ার্নিংস পেলে করণীয়, হ্যারেজিং সেনডিং মেসেজ পেলে করণীয়, সেনডিং স্পাম 
মেসেজ ওয়ার্নিংস পেলে করণীয়, আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে এমন কোন মেইল আসলে করণীয়, ফেসবুকের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে করণীয়, ফেসবুকে নিজেকে সঠিক হিসেবেই উপস্থাপন করুন ৷ অধ্যায়-৯ নেটওয়ার্কস  
কলামে বলা হয়েছে=ফেসবুক সাপোর্টেড কোন নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে, অন্য কোন নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন যেভাবে, নেটওয়ার্কবিহীন কোন ফেসবুক ব্যবহারকারী বলতে যা বোঝায়, প্রাইমারী নেটওয়ার্ক বলতে যা বোঝায়, ফেসবুকে রিজিওনাল নেটওয়ার্ক ৷ অধ্যায়-১০ চ্যাট কলামে বলা হয়েছে=ফেসবুকে চ্যাট করবেন যেভাবে, চ্যাটিং করতে সমস্যা হলে করণীয়, চ্যাটিং মেসেজ পাঠানোর সময়, চ্যাটিং এর সময় স্মাইলি এবং অন্য ইমোশন তৈরী করবেন যেভাবে, ফেসবুক চ্যাট থেকে অফলাইনে যেতে চাইলে, অন্যকে চ্যাট লিস্ট থেকে ব্লক করতে চাইলে, চ্যাট হিস্টোরি ডিলিট করবেন যেভাবে, চ্যাট ফ্রেন্ডলিস্ট তৈরী করার সহজ পদ্ধতি, চ্যাটিং এ কাস্টমাইজ ফ্রেন্ড তৈরী করবেন যেভাবে, ডেক্সটপ থেকে ফেসবুকে চ্যাটিং করতে চাইলে, রিসিভিং মেসেজের সময় পপ শব্দ না পেলে করণীয় ৷  অধ্যায়-১১ সার্চ কলামে বলা 
হয়েছে=ফেসবুকে সার্চ যেভাবে কাজ করে, ফেসবুক সার্চ নিজের মতো নিয়ন্ত্রণ করতে চাইলে, ফেসবুকে আপনাকে অন্য কেউ খুঁজে পাবে যেভাবে, ফেসবুকে নিজের সার্চ রেজাল্ট ফিল্টার করবেন যেভাবে, সার্চ ফিল্টারে অন্য যেসব বিষয় যুক্ত, সহজেই নিউজ এবং অন্য তথ্য সার্চ করতে চাইলে, ফেসবুকে অন্যকে সার্চ করবেন যেভাবে, সার্চ রেজাল্টে “Post By Friends” এবং “Post By Everyone” এর মধ্যে পার্থক্য, ফেসবুকে একই সাথে দুটি তথ্য খুঁজে বের করার সহজ পদ্ধতি, পাবলিক সার্চ লিস্ট বলতে যা বোঝায় ৷ অধ্যায়-১২ হোম এবং নিউজ ফেডস কলামে বলা হয়েছে=ফেসবুকে হোম পেজের কনটেন্টগুলো ফিল্টার করবেন যেভাবে, হোম পেজের যেখানে রিকোয়েস্ট এবং ইনভাইট অপশনটি পাবেন, টপ নিউজ এবং মোস্ট রিসেন্ট নিউজের মধ্যে পার্থক্য, নিউজ ফেডে যেসব কনটেন্ট প্রদর্শন করে, নিউজ ফেডে নির্দিষ্ট কোন অ্যাপ্লিকেশন লুকিয়ে রাখতে চাইলে, কোন ফ্রেন্ডের আপডেট স্ট্যাটাস খুঁজে বের করতে চাইলে, নির্দিষ্ট ফ্রেন্ড লিস্ট থেকে নিউজ ফেড ফিল্টার করতে চাইলে ৷  অধ্যায়-১৩ মোবাইলে ফেসবুক কলামে বলা হয়েছে= মোবাইলে ফেসবুকের ব্যবহার, ফেসবুক মোবাইল ওয়েব, মোবাইলে ফেসবুক ব্যবহারে কোন অর্থ প্রদান করতে হয় কিনা, মোবাইলে ফেসবুক ব্যবহারে সুবিধাসমূহ, মোবাইলে ফেসবুকের প্রাইভেসি সেটিংস এডিট করতে চাইলে, মোবাইল ফেসবুকে ইমেইল অ্যাড্রেস যুক্ত করবেন যেভাবে,   মোবাইল ব্যবহার করে ফেসবুকে ছবি আপলোড করতে চাইলে, ছোট ফোন আইকন, মোবাইল টেক্সট সত্রিূয় করবেন যেভাবে ৷ অধ্যায়-১৪ ফটোস কলামে বলা হয়েছে=  ফেসবুকে নতুন ফটো অ্যালবাম তৈরী করবেন যেভাবে, নতুন ফটো অ্যালবামে ছবি আপলোড করবেন যেভাবে, আগেই তৈরীকৃত কোন অ্যালবামে ছবি আপলোড করতে চাইলে, ফটো অ্যালবামের প্রাইভেসি সেটিংস এডিট করতে চাইলে, প্রতিটি অ্যালবামে যত সংখ্যক ছবি আপলোড করা যাবে, ওয়াল ফটো অ্যালবামে ছবি আপলোড করতে চাইলে, ফটো ট্যাগ সরিয়ে নিতে চাইলে, মেসেজের সাথে কোন ফটো পাঠাতে চাইলে, ফেসবুক প্লাগ ইন আনইনস্টল করতে চাইলে, ফটো ক্যাপশন যুক্ত করবেন যেভাবে, কোন ফটোতে কমেন্ট করতে চাইলে, আপলোডকৃত সমস্ত ফটোর কমেন্টস দেখতে চাইলে, কোন ফটো ডিলিট করবেন যেভাবে, যত সংখ্যক ব্যক্তি একটি ছবিতে ট্যাগ করতে পারবে ৷ অধ্যায়-১৫ নোটস কলামে বলা হয়েছে=  ফেসবুকে নোট অ্যাপ্লিকেশনগুলো এক্সেস করবেন যেভাবে, নতুন নোট তৈরী করবেন যেভাবে, নোটের প্রাইভেসি সেটিংস তৈরী করতে চাইলে, কোন নোটে কমেন্ট করবেন যেভাবে, লিখিত কোন নোট এডিট করতে চাইলে, ড্রাফটের যে জায়গায় 
নোটগুলো সেভ থাকে, ট্যাগ করা নোটগুলো দেখতে চাইলে ৷ অধ্যায়-১৬ ভিডিও কলামে বলা হয়েছে=  ফেসবুকে কোন ভিডিও যুক্ত করবেন যেভাবে, অন্যকে ভিডিও মেসেজ পাঠাবেন যেভাবে, কোন ফ্রেন্ডের ওয়ালে ভিডিও যুক্ত করতে চাইলে, ফেসবুকে কোন ভিডিও সরাসরি রেকর্ড করতে করণীয়, কোন ভিডিও ট্যাগ করবেন যেভাবে, যেসব ফরম্যাটের ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে, ফেসবুকে কোন ভিডিও আপলোড করার সময় এনকোডিং বলতে যা বোঝায়, কোন ভিডিও ডিলিট করতে চাইলে, ফেসবুকে কোন ভিডিও দেখতে চাইলে,ভিডিও প্রাইভেসি এডিট করবেন যেভাবে ৷ অধ্যায়-১৭ লিংকস কলামে বলা হয়েছে=  ফেসবুকে অন্যের পোস্টকৃত লিংক পুনরায় শেয়ার করতে চাইলে, লিংক ছাড়া কোন পোস্ট শেয়ার করবেন যেভাবে, গ্রুপে কোন লিংক শেয়ার করার সহজ পদ্ধতি, গ্রুপ থেকে লিংক সরিয়ে নিতে চাইলে, ইভেন্টে কোন লিংক পোস্ট করবেন যেভাবে, ফেসবুকে ইউআরএল কি? পোস্টকৃত কোন লিংক সহজেই ডিলিট 
করতে চাইলে, কোন পোস্টের লিংক কন্ট্রোল করতে চাইলে ৷  অধ্যায়-১৮ প্লেসেস কলামে বলা হয়েছে=  ফেসবুকে প্লেসেস বলতে যা বোঝায়, প্লেসেস ফেচারগুলো যেভাবে ব্যবহার করা হয়, প্লেসেস অ্যাপ্লিকেশনগুলো এক্সেস করবেন যেভাবে, আইফোনের জন্য, কোন প্লেসে ফ্রেন্ডকে ট্যাগ করবেন যেভাবে, নতুন প্লেস তৈরি করার সহজ পদ্ধতি, প্লেসের কোন তথ্য ‘Chech Out’ করবেন যেভাবে, প্লেসেস কন্ট্রোল করতে চাইলে ৷অধ্যায়-১৯ গ্রুপস  কলামে বলা হয়েছে=  ফেসবুকে  গ্রুপ তৈরি করবেন যেভাবে, গ্রুপ অ্যাপ্লিকেশনগুলো এক্সেস করতে চাইলে, ফেসবুকে গ্রুপ যে কারণে তৈরি করা হয়, ফেসবুকে গ্রুপ অ্যাডমিন বলতে যা বোঝায়, ফেসবুকে গ্রুপ অফিসার বলতে যা বোঝায়, নিজ গ্রুপের সদস্যদেরকে মেসেজ পাঠাবেন যেভাবে, কোন গ্রুপ ডিলিট করতে চাইলে, কোন গ্রুপে যুক্ত হবেন যেভাবে, যত সংখ্যক গ্রুপে যুক্ত হওয়া যাবে, কোন গ্রুপ ত্যাগ করতে চাইলে, গ্রুপ থেকে কোন সদস্যকে ব্লক করার পদ্ধতি, কোন গ্রুপের ওয়ালে না লিখতে পারার কারণ, ফেসবুকে গ্রুপ প্রাইভেসি ৷ অধ্যায়-২০ ত্রেূডিটস কলামে বলা হয়েছে=  ফেসবুক ত্রেূডিটস বলতে যা বোঝায়, ফেসবুক ত্রেূডিটস ত্রূয় করবেন যেভাবে, ফেসবুক ত্রেূডিটের মাধ্যমে যেসব গেম এবং অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যাবে, ফেসবুক ত্রেূডিটের বিশ্বস্ততা, ফেসবুক ত্রেূডিট ব্যালেন্স চেক করবেন যেভাবে, যেসব মুদ্রা ব্যবহার করে ফেসবুক ত্রেূডিটস সংগ্রহ করতে পারবেন, ফেসবুকের ত্রেূডিট গিফট কার্ড রিডেম করবেন যেভাবে, প্রাইমারি পেপাল ফান্ডিং সোর্স ফেসবুকে ব্যবহারের জন্য আপডেট করবেন যেভাবে, ফেসবুকে যেসব ত্রেূডিট কার্ড ব্যবহার করতে পারবেন ৷ অধ্যায়-২১ বার্থডে কলামে বলা হয়েছে=  ফেসবুকে নিজের বার্থডে এডিট করবেন যেভাবে, ফেসবুকে নিজের বার্থডে লুকিয়ে রাখতে পারেন, ফেসবুকের কোন ফ্রেন্ডের আগাম বার্থডে সহজেই জানতে পারেন, হোমপেজের যে জায়গায় ইভেন্টস ও বার্থডে অপশনটি প্রদর্শিত হয় ৷ অধ্যায়-২২ পেজ ফর বিজনেস কলামে বলা হয়েছে=  ফেসবুক পেজ বলতে যা বোঝায়, যেসব ব্যক্তি ফেসবুকে পেজ তৈরি করতে পারবে, নিজের পেজ এক্সেস করতে চাইলে, অ্যাডমিন পেজ আপডেট করতে চাইলে, কোন পেজ ডিলিট করতে চাইলে, অন্যকে পেজ অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চাইলে, যত সংখ্যক পেজ নিয়ন্ত্রণ করা যাবে, পেজ অ্যাডমিন হিসেবে অন্য কোন ব্লগ ইমপোর্ট করতে চাইলে, নিজের “Favorite Page” সেকশন থেকে কোন পেজ সরিয়ে ফেলতে চাইলে ৷ 

অধ্যায়-২৩   লাইক  কলামে বলা হয়েছে=  ফেসবুক “Like” আসলে কি? ফেসবুকে “Like”  কনটেন্ট বলতে যা বোঝায়, কোন পেজ “Like” বলতে যা বোঝায়, কোন  কিছু “Unlike” করবেন যেভাবে, যত সংখ্যক পেজ “Like” করা যাবে ৷  অধ্যায়- ২৪ ইভেন্টস কলামে বলা হয়েছে=  ফেসবুকে ইভেন্টস অ্যাপ্লিকেশন এক্সেস করবেন যেভাবে, অন্য ক্যালেন্ডারে কোন ইভেন্ট এক্সপোর্ট করতে চাইলে, ইভেন্টের জন্য প্রাইভেসি অপশন, ইভেন্ট থেকে কাউকে ব্লক করতে চাইলে, কোন ইভেন্ট তৈরি করবেন যেভাবে, পাবলিশার থেকে কোন ইভেন্ট তৈরি করতে 
চাইলে, কোন ইভেন্টে যত সংখ্যক ব্যক্তিকে ইনভাইট করা যাবে, নিজের 
তৈরিকৃত কোন ইভেন্ট ডিলিট করতে চাইলে, আগাম কোন ইভেন্টে অন্যকে ইনভাইট করবেন যেভাবে ৷  অধ্যায়-২৫ গিফটস কলামে বলা হয়েছে=  ফেসবুকে যেসব গিফট অন্যকে পাঠানো যাবে, নিজের দেয়া গিফট যেসব ব্যক্তি দেখতে পাবে, পাঠানো কোন গিফট ডিলিট করা প্রসঙ্গে, গ্রহন করা কোন গিফট ডিলিট করা প্রসঙ্গে ৷ অধ্যায়-২৬ প্রয়োজনীয় ওয়েব সাইট কলামে বলা হয়েছে=বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির ওয়েব সাইটস, বাংলাদেশে ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটস, বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের ওয়েব সাইটস, বাংলাদেশে অনলাইন রেডিও, বাংলাদেশের অনলাইন কম্পিউটার ম্যাগাজিন, বাংলাদেশী বিভিন্ন ব্যাংকের ওয়েব সাইট,বাংলাদেশী জব সাইট, বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট, বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট, বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের ওয়েব সাইট, বিশ্বের শীর্ষ ২০টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিশ্বের শীর্ষ ১০টি সার্চ ইঞ্জিন, বিশ্বের শীর্ষ ২০টি এন্টিভাইরাস ৷ গ্রন্থটিতে বিস্তারিত আলোচনার পাশাপাশি ক্যাপশনসহ প্রয়োজনীয় ১৭টি ছবি রয়েছে ৷উল্লেখযোগ্য ক্যাপশনগুলো হচ্ছে – ফেসবুকের হেড কোয়ার্টার পালো আল্টো ক্যালিফোর্নিয়া অফিসের বাইরের দৃশ্য, ফেসবুকের হেড কোয়ার্টার পালো আল্টো ক্যালিফোর্নিয়া অফিসের আভ্যন্তরীন দৃশ্য, মার্ক জুকারবার্গ তার স্টাডি রুমে গবেষণা করছেন, মার্ক জুকারবার্গের বাসভবন এবং তার ব্যবহৃত গাড়ি, অ্যামেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা ফেসবুক সম্পর্কে আলোকপাত করছেন, অ্যামেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইত্রূোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে মার্ক জুকারবার্গ, ব্লগার-এর প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের সঙ্গে মার্ক জুকারবার্গ, বহুল জনপ্রিয় ভিডিও চ্যাটিং স্কাইপের সিইও টনি ব্যাটস-এর সঙ্গে করমর্দন করছেন মার্ক জুকারবার্গ, ফেসবুক ইন্ডিয়ান অফিসের অনলাইন অপারেশনের প্রধান কির্তিগা রেড্ডি ফেসবুক 
সম্পর্কে আলোকপাত করছেন ৷ যারা ফেসবুক সম্পর্কে বিস্তারিত জানতে চান উক্ত গ্রন্থ তাদের সহায়ক ৷

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com