এসবিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নব্য হিটলার’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন,
তাদেরকে স্বৈরাচার বলতে চাই না, বলতে চাই নব্য হিটলার জন্মগ্রহণ করেছে।
হিটলারি কায়দায় তারা সারা দেশে গুম, খুন করছে, যা মর্জি চালিয়ে যাচ্ছে।
জনগণকে সঙ্গে নিয়ে এই ‘হিটলার’কে বিদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়া। ১ নভেম্বর, শনিবার বিকালে নাটোর এনএস কলেজ মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমার কিছু চাই না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ আমার নাই। জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে চাই।
নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সময়মতো আন্দোলনের ডাক দেয়া হবে।
তিনি আরো বলেন, আমার কিছু চাই না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ আমার নাই। জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে চাই।
নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সময়মতো আন্দোলনের ডাক দেয়া হবে।