
সেলিম আলম, মাদ্রিদ : মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে দেশ প্রেমের চেতনা নিয়ে আনুষ্টানিক যাত্রা শুরু করলো 'পেট্রিওট বাংলাদেশ ইন স্পেন'৷ গত ১১ নভেম্বর মাদ্রিদের স্থনীয় একটি হলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিজানুর রহমান বিপ্লব কে আহবায়ক ও সেলিম আলম কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়৷ কবি মিনহাজুল আলম মামুন ও আবুল হাসেম মেম্বারের যৌথ পরিচালনায় আনুষ্টানিক যাত্রা শুরুর এ সভায় সংগঠনের কর্মপদ্ধতি ও আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইসলাম উদ্দিন পঙ্কি, কামরুজ্জামান সুন্দর, আব্দুল কাইয়ূম পঙ্কি, জিয়াউর রহমান খান, খুরশেদ আলম মজুমদার, মিল্টন ভুইয়া কচি, সিফার আহমেদ, বকুল খান, সুহেল আহমেদ সামসু, রিগান, রাসেল প্রমূখ৷ বক্তারা নিষ্টা ও দক্ষতার সাথে, রাজনীতির উর্ধ্বে এসে সামাজিক ও মানবতার পক্ষে কাজ করার পরামর্শ প্রদান করেন।