Latest News

বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সেমিনার ১৭ নভেম্বর

এসবিএন ডেস্ক: বৃটেনের অন্যতম বৃহৎ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে আগামী ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বার্মিংহামের স্টার্টফোর্ড রোডের পিকাডিলি বানকুইটিং হলে অনুষ্ঠিত হবে বিশেষ পরামর্শ সভা ও প্রদর্শনী। গত ১২ নভেম্বর বার্মিংহামের বাংলাদেশ মান্টিপারপাস সেন্টারে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলতঃ বৃটেনের অন্যতম বৃহৎ ইসলামি এই প্রজেক্টটি সম্পর্কে কমিউনিটির সর্বস্থরের মানুষকে অবহিত করতে কমপ্লেক্স নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সকলের বিশেষ পরামর্শ গ্রহণ করার জন্যই এই আয়োজন করা হয়েছে। এতে বার্মিংহামের লর্ড মেয়র, সান্ডওয়েল সিটি কাউন্সিলের মেয়র, ব্রিটিশ এমপি, বাঙালী কাউন্সিলরসহ মুলধারার বিভিন্ন নেতেৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা। আর এই অনুষ্ঠানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা ছাড়াও ডিনারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রজেক্ট এর সাধারণ সম্পাদক মিছবাউর রহমানের পরিচালনায় এবং মৌলানা আব্দুল মুনিমের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রজেক্টের চেয়ারম্যান মৌলানা কাদির আল হাসান।  লিখিত বক্তব্যে জানানো হয়, বার্মিংহামের নিকটবর্তী ওয়েষ্ট ব্রমসউইচের সান্ডওয়েল কলেজের পুরাতন বিশাল ভবনকে সংস্কার ও পুনঃনিমার্ণের মাধ্যমে রুপান্তরিত করে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হচ্ছে৷ সকলের সহযোগিতা ও পরামর্শ গ্রহন করার জন্যই মুলতঃ ১৭ নভেম্বর পিকাডিলি বানকুইটিং হলে বিশেষ পরামর্শ সভা ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com