Latest News

স্পেন বিএনপি'র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন (ভিডিও সহ)

সেলিম আলম, মাদ্রিদ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জনগনের ভালবাসায় সিক্ত দেশ প্রেমিক একজন আদর্শবান সফল রাষ্ট্র নায়ক৷ তাকে ছাড়া দেশের ক্রান্তীলগ্নে কাউকে খুঁজে পাওয়া যায়নি৷  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলচনা সভায়  স্পেন বি এন পির নেতৃবৃন্দ এ কথাগুলো বলেন৷ গত ১০ নভেম্বর মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপি'র সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান, মিজানোর রহমান বিপ্লব, দিদারুল ইসলাম , মোখলেছুর রহমান দিদার,  তালাত মাহমুদ উজ্জ্বল, ইসলাম উদ্দিন, সুহেল ভুইয়া, আব্দুল আওয়াল খান ,সাওন, রাসেল, রিগান প্রমুখ৷

বক্তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  সময়ের প্রয়োজনে দেশবাসী রাষ্ট্র প্রধান বানিয়েছিল৷ জাতি তখন কঠিন সময় অতিবাহিত করছিল৷ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে তিনি অতি অল্প সময়ে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছিলেন৷  বক্তারা  ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান৷ ইউরোপ বিএনপির অন্যতম নেতা খুরশেদ আলম মজুমদার তার বক্তব্যে বলেন, বাকশালী এ সরকারের কাছ থেকে দেশ রক্ষা করতে এখন আরেকটি বিপ্লবের প্রয়োজন।         

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com