Latest News

ফ্রান্সে ঢাকা বিভাগ এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ যে ধারায় এগুচ্ছে তাতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে আর বেশী দূরে নয়
   আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমাদের প্রবাসে আসা
মো: লুৎফুর রহমান বাবু, প্যারিস:  ফ্রান্স ঢাকা বিভাগ এসোসিয়েশনের উদ্যোগে  জমকালো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের মাক্সদর্মি হলে এ পুনর্মিলনী অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দুতাবাসের কন্সুলার জেনারেল হযরত আলি খান, বিশেষ অতি্থি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান এসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজি এনায়েত উল্লাহ, ফ্রান্সের বিশিষ্ট রাজনীতিবিদ আহসান উল্লাহ বুলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যে ধারায় এগুচ্ছে তাতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে আর বেশী দূরে নয় এবং এগুলো আপনাদেরই অবদান। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের মুল দাবিদার আপনারাই। সংগঠনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুতাবাসের পক্ষ থেকে ঢাকা বিভাগ এসোসিয়েশনকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ অতিথি এনায়েত উল্লাহ বলেন, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমাদের প্রবাসে আসা আর তাই নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে পারষ্পরিক সহযোগিতারও প্রয়োজন। ঢাকা বিভাগ এসোসিয়েশনের কাছে এমনই প্রত্যাশা করছি। বিশেষ অতিথি আহসান উল্লাহ বুলু বলেন, আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ দুতাবাসের মাধ্যমে দাবী জানাচ্ছি, অবাসযোগ্য ঢাকাকে বাসযোগ্য করার জন্য যেন সরকার ত্বরিৎ ব্যবস্থা নেয়। বিশেষ করে ঢাকার প্রাণ বুড়িগঙ্গার দিকে যেন আগে নজর দেওয়া হয়। অনুষ্টানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মিজান চৌধুরী মিন্টু, হায়দার হোসেন, এমএ তাহের, শরিফ আল মমিন, টিএম রেজা, হেনু মিয়া, রানা চৌধুরী, কবির পাটোয়ারী, মমতাজ আলো, মোতালেব খান, কাজি আমিনুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্টানে প্যারিসের স্থানিয় জনপ্রিয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন শিউলি গিয়াস, খান বাবু রুমেল, নিশিতা বড়ূয়া, তাসকিন প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নোভা, ইলিয়াস, সুচি, পুজা প্রমুখ। আগত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন ও অনুষ্টান উপভোগ করেন। তবে অনুষ্টানে ছিল হিন্দি গানের নৃত্যের ছড়াছড়ি। অনুষ্টানের শুরুতে ঢাকা বিভাগের শাহজাহান মিয়া সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সহ আরো কিছু পদবিদারির নাম বলেন এবং পরবর্তিতে পুর্নাংগ কমিটির নাম জানানো হবে বলে ঘোষনা দেন। অনুষ্টান সফলভাবে সম্পন্ন করতে সবাই সহযোগিতা করায় আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com