সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার
প্রতিনিধিঃ আমরা সিলেটবাসী ও
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ
মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ
ক্যাম্পাসে বিয়ানীবাজার
উপজেলা ও কলেজ ছাত্রলীগ (মূলধারা) এর উদ্যোগে এক হরতাল বিরোধী এই মিছিলের আয়োজন
করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে ছাত্রলীগ (মূলধারা) এর অবস্থান
বিজ্ঞান ভবনের নিচে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার
আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা
ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা
কামাল হোসেন, অনির্বান চন্দ্র
পল্লব, আবু তাহের সাজু, কলেজ ছাত্রলীগ
নেতা হালিম আহমদ রাজিম, আশরাফুল হক রুনু, আশরাফ হোসেন, মাজেদ হোসেন, নিজু বৈধ্য, জহিরুল হক সুয়েব, কাওছার আহমদ, পায়েল আহমদ, ছাদিক আহমদ
প্রমুখ।সভায় বক্তারা বলেন,নামসর্বস্ব
ব্যানারের আড়ালে বিএনপির অযুক্তিক এই হরতাল দেশের জনগণ এখন আর সমর্থন করে না।
বক্তারা উপজেলার ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকদের নির্ভয়ে তাদের কার্যক্রম পরিচালনার
আহবান জানান।