Latest News

পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে স্পেনে গাজীপুর জেলাবাসীর সভা (ভিডিও সহ)

সেলিম আলম, মাদ্রিদ : স্পেনে বসবাসরত গাজীপুর জেলার প্রবাসীদের নিয়ে পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে আহবায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে৷ গত ১১ নভেম্বর মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে  সংগঠনের আহবায়ক মোর্শেদ আলম তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক আলনের পরিচালনায় অনুষ্টিত সভায় মাদ্রিদের  নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন৷ এ সময় আহবায়ক কমিটির পক্ষে বক্তব্য রাখেন অসিম রিবেরো ক্রিস, ফারুক আহমেদ , তমিজ উদ্দিন, রিপন , ইসমাইল প্রমুখ৷ বক্তারা প্রাবাসে নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, পারষ্পারিক সহযোগিতা ও দেশীয় সংস্কৃতি লালন এবং দেশের উন্নয়নে সরাসরি ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন৷  সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুরশেদ আলম মজুমদার, জিয়াউর রহমান খান, মিজানুর রহমান বিপ্লব প্রমূখ ।   

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com