Latest News

মাদ্রিদে যুবদলের ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী পালিত (ভিডিও সহ)

সেলিম আলম, মাদ্রিদ : বিএনপি’র অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দলের ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে স্পেন যুব দল আলোচনা সভার আয়োজন করে৷ গত ১৬ নভেম্বর মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খান ও যুগ্ম সাধারন সম্পাদক সানুর মিয়া সাধের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপি’র সভাপতি ও ইউরোপ বিএনপি’র অন্যতম নেতা খোরশেদ আলম মজুমদার৷সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের  অবৈধ সরকারকে শুধু দেশের জনগণ নয়, লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশীরাসহ বিদেশীরাও মেনে নিতে পারছেনা৷ তাদের সীমাহীন দূর্নীতি, সন্ত্রাস, জুলুম, নির্যাতন এবং গণতন্ত্রহীনতা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে৷ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  আব্দুল কাইয়ুম পঙ্কী, মোখলেছুর রহমান দিদার, সেলিম মিয়া, আক্তার হুসেন আকবর সেট, ফখরুল হাসান, বুলবুল আহমেদ, মাহবুবুর রহমান, রোমান আহমেদ, রাসেল, রিগান, মানিক প্রমুখ৷ বক্তারা যুব সমাজকে এগিয়ে এসে বাকশালীদের কাছ থেকে গণতন্ত্র উদ্ধারের আহবান জানান৷ এ সময় তারা সিলেটের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীকে মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে কিবরিয়া হত্যা মামলায় অন্তর্ভুক্ত কারায় ক্ষোভ ও নিন্দা জানান।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com