সেলিম
আলম,
মাদ্রিদ: আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী
পালন করেছে স্পেন বিএনপি। এ অনুষ্ঠানকে ঘিরে স্পেন বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উতসাহ উদ্দীপনা লক্ষ্য করা
গেছে। গত ২৪ নভেম্বর মাদ্রিদের স্থানীয় একটি
রেষ্টুরেন্টে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের
জন্মদিনের কেক কাটেন স্পেন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদার। পরে তার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল
কাইয়ুম পংকি’র পরিচালনায় তারেক রহমানের বর্ণীল
রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মিজানুর রহমান বিপ্লব, জিয়াউর রহমান খান,
মোখলেছুর রহমান, মোর্শেদ আলম, ইসলাম উদ্দিন পঙ্কী, সুহেল ভূইয়া, আওয়াল খান, তারেক, রাসেল, রিগ্যান
প্রমূখ।
বক্তারা আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে আরো
বলেন, আওয়ামীলীগ সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে জিয়া পরিবারের উপর নির্যাতন, মামলা ও হামলা চালাচ্ছে। দেশের জনগণ নীরবে আর সহ্য করবে না।
অচিরেই এর কঠিন জবাব দেবে। আড়ম্বরপূর্ণভাবে তারেক রহমানের জন্মদিন পালন করলো স্পেন বিএনপি (ভিডিও সহ)
আড়ম্বরপূর্ণভাবে তারেক রহমানের জন্মদিন পালন করলো স্পেন বিএনপি (ভিডিও সহ)
Reviewed by spain bangla news
on
November 28, 2014
Rating: 5