Latest News

বার্সেলোনায় মক্কা মানি এক্সচেঞ্জ এর মতবিনিময় সভা অনুষ্টিত (ভিডিও সহ)




এসবিএন ডেস্ক. বৈধ পন্থায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ স্বল্প সময়ে বাংলাদেশে প্রেরণে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক সাজনের ভূমিকা বিষয়ে স্পেনের বার্সেলোনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর বার্সেলোনার স্থানীয় একটি রেষ্টুরেন্টে মক্কা ট্রাভেলস এন্ড মানি এক্সচেঞ্জ এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও ব্র্যাক সাজন এর সিইও আব্দুস সালাম।মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের  জন্য প্রবাসীদের অনুরোধ জানান ও বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে বলেন, প্রবাসীদের রেমিটেন্স এর উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রয়েছে।



মক্কা ট্রাভেলস এন্ড মানি এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক  অহিদুল ইসলাম হালিমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  মেহেরুল ইসলাম মিন্টু, মিয়া মোহম্মদ শরীফ, আব্দুল বাছিত কয়ছরসাহাদুল সুহেদ,আফাজ জনি,বনি হায়দার মান্না, ফয়জুল হক রানা, আতাউর রহমান শাহীন, আব্দুল মুকিত খান, মনিকা প্রমূখ। . 





যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com