Latest News

‘লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স’ এর এক্সিভিউশনএন্ড কনসালটেশন ইভেন্ট প্রায় ৫৩ হাজার পাউন্ড ফান্ড রেইজিং

এসবিএন ডেস্ক. বাঙালীদের দ্বারা পরিচালিত বৃটেনের অন্যতম বৃহৎ ইসলামি প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সএর  এন্ড কনসালটেশন ইভেন্ট থেকে ৫০ হাজার পাউন্ড ফান্ড রেইজিং করা হয়েছে। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত বার্মিংহামের স্টার্টফোর্ড রোডের পিকাডিলি বানকুইটিং হলে অনুষ্ঠিত এই এক্সিভিউশন এন্ড কনসালটেশন ইভেন্টে বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ ছাড়াও দল-মত বিভেদ-বিভক্তির উর্ধ্বে থেকে বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যাক মহিলা উপস্থিত ছিলেন।লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সএর  প্রজেক্ট ডেভলাপমেন্ট কমিটির সেক্রেটারী মিসবাউর রহমান মিসবাহর পরিচালনায় জালালাবাদ এডুকেশনাল ইন্সিটিউটের ছাত্র গিলমান আহমেদেও পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সএর  বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নানা তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মৌলানা কাদির আল হাসান ও যুগ্ম সম্পাদক খুরশেদ আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ,বাংলাদেশ থেকে আগত দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও ঢাকা গাউছুল আযম মসজিদের খতিব মৌলানা রুহুল আমিন খান ও মৌলভীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু।  বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,কাউন্সিলর আহমেদুল হক এমবিই,কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ, বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খান,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি মোঃ গাবরু মিয়া,বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মৌলানা এনামুল হাসান সাবির,প্রবীণ আলেম মৌলানা এখলাছুর রহমান,আঞ্জুমানে আল ইসলাহ মিডল্যান্ডসের সহ সভাপতি মাওলানা রুকন উদ্দিন আহমদ, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির আহবায়ক কাজী আঙ্গুর মিয়া,যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিছবাউর রহমান মিছবাহ,মিডল্যান্ডস আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতীফ জেপি,সাবেক সাধারণ সম্পাদক সাদেক সুলতান মসুদ, বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন পরিষদ বার্মিংহামের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,কবি মফিদুল গণি মাহতাব,সলিসিটর শাম উদ্দিন, পীর মাওলানা তৈয়বুর রহমান,বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান, বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ,চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা কাগজের ডাইরেক্টর সৈয়দ কবির আহমদ,অধ্যাপক মাওলানা কবির উদ্দিন,বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদ হোসেন,বার্মিংহাম বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব ফিরোজ খান  প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচ এম আশরাফ আহমেদ,এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এনটিভির নর্থ-নর্থ ইষ্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী,বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি মোরশেদ চৌধুরী,স্বাধীন দেশ সম্পাদক এডভোকেট ওবায়দুল কবীর খোকন,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী,কলামিষ্ট শেবুল চৌধুরী ও আমিরুল ইসলাম বেলাল,মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,মিডল্যান্ডস যুবলীগ সভাপতি জুবের আলম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগ সভাপতি শাহ বদরুজ্জামন বদর,বার্মিংহাম যুবলীগ সভাপতি এমদাদুর রহমান সুয়েজ,বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুধ,কোষাধ্যক্ষ তাজ উদ্দিন,সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব সিরাজ আলী,মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী,মোন্তাজ আলী, আব্দুস সালাম, এলএফসির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাজান,হাফিজ সাব্বির আহমদ, মাওলানা রফিক আহমেদ, কাজ্বী মাওলানা সেলিম উদ্দিন, ডাঃ আব্দুল খালিক, রায়হান আহমেদ চৌধুরী, সাইফুল আলম, শাহাবুদ্দিন, ইদন আলী, আব্দুল ইকবাল, আব্দুল মুহিত, আব্দুল হাই, আবদুল মালিক, মাওলানা গুলজার আহমদ, মাস্টার মুজিবুর রহমান, হাসান আলী হেলাল, লেবু মিয়া, মাওলানা আব্দুল মুনিম, সাজ্জাদ আহমেদ, হাজী আব্দুল কাইয়ূম,হাজী আব্দুল কাদির প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে লতিফিয়া ফুলতলী  কমপ্লেক্সের নিয়ে একটি তৈরী একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শনী করা হয়। উল্লেখ্য বার্মিংহামের নিকটবর্তী ওয়েষ্ট ব্রমসউইচের সান্ডওয়েল কলেজের পুরাতন বিশাল ভবনকে সংস্কার ও পুনঃনিমার্ণের মাধ্যমে রুপান্তরীত করে লতিফিয়া ফুলতলী  কমপ্লেক্সের প্রতিষ্ঠা করা হচ্ছে এবং এটি বাস্তবায়নে সকলের সহযোগিতা ও পরামর্শ গ্রহন করার জন্যই এই   এক্সিভিউশন   এন্ড কনসালটেশন ইভেন্টের আয়োজন করা হয়। উল্লেখ্য বার্মিংহামের নিকটবর্তী ওয়েষ্ট ব্রমসউইচের সান্ডওয়েল কলেজের পুরাতন বিশাল ভবনকে সংস্কার ও পুনঃনিমার্ণের মাধ্যমে রুপান্তরীত করে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের  প্রতিষ্ঠা করা হচ্ছে এবং এটি বাস্তবায়ন করতে প্রায় দুলক্ষ পাউন্ড অর্থের প্রয়োজন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com