Latest News

বার্মিংহামে সিটিজেন মুভমেন্টের মানবাধিকার ও গনতন্ত্র শীর্ষক সেমিনার

মিজান রেজা চৌধুরী . বার্মিংহামে অনুষ্ঠিত মানবাধিকার ও গনতন্ত্র শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কলামিষ্ট ফরহাদ মাজহার বলেছেন,বাংলাদেশের বর্তমান ফ্যসিবাদী রাষ্ট্রব্যবস্থা ও শাসনের অবসানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইসলামি চেতনায় প্রবাসীদেরও ঐক্যবদ্ধ হতে হবে,আর বাংলাদেশের টিভির টকশোর জনপ্রিয় আলোচক ডঃ তুহিন মালিক বলেছেন সংবিধানের দোহাই দিয়ে অন্যায়ভাবে সরকার বাক স্বাধীনতা লুন্ঠন করছে। গত ২৫ নভেম্বর বার্মিংহামের বিয়া লাউঞ্জে নাগরিক আন্দোলন সিটিজেন মুভমেন্ট মিডল্যান্ডসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে তারা একথাগুলো বলেন। কলামিষ্ট ফরহাদ মাজহার বলেন,বাংলাদেশে বর্তমান ফ্যসিবাদী রাষ্ট্রব্যবস্থা ও শাসনের অবসান ঘঠিয়ে ইসলামের চেতনার ভিত্তিতে নতুনভাবে রাষ্ট্র গড়ার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন,বর্তমান সরকার বাংলাদেশের অনেক কিছু ধ্বংসের মধ্যে এখন কৃষি ব্যবস্থাকেও ধ্বংস করছে। শুধুমাত্র একটা নির্বাচন হলেই বাংলাদেশের সংকট দূরীভূত হবে বলে তিনি মনে করেন না বলে বলেন,সংকটটা কোথায় এবং কিভাবে তা সমাধান সম্ভব সেটার গোড়ায় সবাইকে যেতে হবে এবং এর লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ফরহাদ মাজহার বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানবাধিকার গনতন্ত্র কিছুই থাকবেনা আর সেকারণে জাতির উপড় চেপে পড়া এই সরকারকে হটাতে হবে এবং তা করতে প্রবাসেও ঐক্যবদ্ধ থাকতে হবে। সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশের টিভির টকশোর জনপ্রিয় আলোচক ডঃ তুহিন মালিক বলেন,বাংলাদেশ এখন একটা অদ্ভূত একটা দেশ যে দেশে বাক স্বাধীনতাকে হরন করার জন্য একের পর
এক কালা আইন করা হয় এবং মানুষ সত্য কথা বললে অপরাধ হিসেবে গন্য করা হয়। তিনি বলেন সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনে যে সংশোধন করা হয়েছে তাতে বঙ্গবন্ধু কিংবা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কোনো কথা বললে,সমালোচনা করলে এমনকি কোনে গায়ক যদি গান গাওয়া কিংবা  রচনা করেন তাকেও সর্বনিম্ন সাত বছরের কারাদন্ড প্রদান করা হচ্ছে। তিনি বলেন বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কোনো সমালোচনা করলে ৭ থেকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড রাখা হলেও আল্লাহ ও আল্লাহর রাসুলের
বিরুদ্ধে কথা বললে তার কোনো শাস্তির বিধান বাংলাদেশে নেই। বাংলাদেশে বাক স্বাধীনতা এখন বাকতুষ্টিতে চলে গেছে উল্লেখ করে ডঃ তুহিন মালিক বলেন,অন্যায় এবং আধিপাত্যবাদের পক্ষে কথা বললে সরকার শক্তি যোগাবে অথচ দেশের পক্ষে,ন্যায়ের পক্ষে,গনমানুষের পক্ষে কথা বললে হতে হবে জঙ্গি,রাজাকার কিংবা অপরাধী। আইন দিয়ে,রাষ্ট্রীয় শক্তি দিয়ে সত্যকে দমন করার যে প্রক্রিয়া দেশে চলছে তা উত্তোরণে দেশে বিদেশে সকলকেই ভূমিকা রাখতে হবে বলেও তিনি বলেন। সেমিনারে অংশ নিয়ে নাগরিক আন্দোলন সিটিজেন মুভমেন্ট যুক্তরাজ্যের আহবায়ক এম এ মালেক বলেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে নাগরিক আন্দোলন সিটিজেন মুভমেন্ট কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশে এখন গুম হত্যা সন্ত্রাস বিরোধী মতবাদের উপড় সরকারের কালো থাবা থেকে দেশকে মুক্তি এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্যই সংগঠনটি কাজ করছে। জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,আলেম উলামাসহ বার্মিংহাম ও পার্শ্ববতী বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যক মানুষ এই সেমিনারে অংশ নেয় এবং দীর্ঘক্ষণ ধরে কলামিষ্ট ফরহাদ মাজহার ও ডঃ তুহিন মালিক এর বক্তব্য শুনে। সেমিনারে সভাপতিত্ব করেন  নাগরিক আন্দোলন সিটিজেন মুভমেন্ট মিডল্যান্ডসের আহবায়ক মৌলানা এটিএম মোকাররম হাসান। মৌলানা সুহেল আহমেদের পবিত্র কোরাণ তেলাওয়াত ও নজরুল ইসলামের ইসলামি সঙ্গীতের  মাধ্যমে শুরু হওয়া সেমিনারে মোঃ আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জমিউতে উলামার মুফতী শাহ সদরুদ্দিন,যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক আব্দুল কাদের সালেহ,যুক্তরাজ্য জামাতে ইসলামীর মূখপাত্র ব্যরিষ্ঠার নজরুল ইসলাম,একাউন্টেন্ট সৈয়দ আনোয়ার বাবু,বাংলাদেশী বিজনেস এসোসিয়শেনের সভাপতি আলাহাজ্ব আব্দুল মালেক পারভেজ,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সভাপতি আলহাজ্ব খসরু খান,মিডল্যন্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ,বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মৌলানা এনামুল হাসান সাবির,প্রবীণ আলেম মৌলানা এখলাছুর রহমান,মৌলানা শামসুজ্জামান,মৌলানা জামিল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এনামুর রহামান প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com