Latest News

বার্সেলোনা বিএনপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

এসবিএন ডেস্ক : তারেক রহমানের উপর মিথ্যা মামলার পাহাড় জমিয়ে রাখলেও  তার জনপ্রিয়তাকে জনগণের হৃদয় থেকে মুছা যাবে না। বাংলাদেশের মানুষ আজ তারেক রহমানের জন্য প্রতীক্ষার প্রহর গুণছে। গত ৭ ডিসেম্বর বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা একথাগুলো বলেন। কাতালোনিয়া বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার পাশার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, তারেক রহমানকে ভয় পায় বলেই সরকার তার দেশে ফেরানো ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারের হুমকি প্রদান করেছে। দেশের মানুষ আজ নব্য স্বৈরাচরের উৎপাতে অতিষ্ঠ। এই স্বৈরাচারী, বাকশালী সরকারের পতন ঘটাতে খালেদা জিয়ার নির্দেশে সময়মত বাংলাদেশের মানুষ আন্দোলনে ঝাপিয়ে পড়বে বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেন, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, কাতালোনিয়া জিয়া পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ জাহান আহমদ, কাতালোনিয়া যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, ইলিয়াছ মুক্তি পরিষদের আক্কাছ, লিটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া যুবদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, শাহীন, ইদ্রিস আলী, রাজন, মামুন, বাবুল মিয়া, মান্নান মিয়া, আলী মিয়া, আলাউদ্দিন মিয়া প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com