এসবিএন
ডেস্ক.মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশে এবং প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান
এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে
দাঁড়াবার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে উদীচী শিল্পী গোষ্টি বার্মিংহামের দ্বি-বার্ষিক
সম্মেলন। গত ১ ডিসেম্বর বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই সম্মেলন
অনুষ্ঠিত হয়। সম্মেলনে বর্তমান সভাপতি সৈয়দ এলাহি হক শেলুকে সভাপতি,বর্তমান সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিককে সাধারণ
সম্পাদক ও এনামুল খান নেপাকে কোষাধ্যক্ষ করে উদীচী শিল্পী গোষ্টি বার্মিংহামের ২৯
সদস্য বিশিষ্ট কমিটি পূর্নগঠন করা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ গনতান্ত্রিক
আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে এক মিনিট দাড়িঁয়ে নীরবতা
পালন করে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন বার্মিংহাম আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা
সভাপতি ইব্রাহিম আলী। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে শোক
প্রস্তাব পাঠ করেন সাংবাদিক আশরাফুল ওয়াহিদ দুলাল। আলোচনা সভায় উদীচী শিল্পী
গোষ্টি বার্মিংহামের সভাপতি সভাপতি সৈয়দ এলাহি হক শেলুর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক সাইফুর রহমান বাসিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী
শিল্পী গোষ্টি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ রফিকুল হাসান খান। বক্তব্য
রাখেন যুক্তরাজ্য উদীচী শিল্পী গোষ্টির সভাপতি হারুনুর রশীদ,সাধারণ সম্পাদক রবিউল হক লেনিন,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বার্মিংহাম
জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বার্মিংহাম মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনহার আলী,কমিউনিটি নেতা আলহাজ্ব বশির মিয়া কাদির,সাংবাদিক নাসির আহমেদ হেলাল,জয়টেলের পরিচালক জয়নাল ইসলাম প্রমূখ।