Latest News

ফ্রান্সে তারেক জিয়াকে অবাঞ্চিত ঘোষণা

মো: লুৎফুর রহমান বাবু, প্যারিস: ফ্রান্সে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মানসিক বিকারগ্রস্ বলে অভিহিত করেছেন আওয়ামীলীগের নেতারা  । একইসাথে তাকে ফ্রান্সে অবাঞ্চিতও ঘোষণা করা হয়েছে। তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায়  গত ২১ ডিসেম্বর রোববার বিকেলে প্যারিসের একটি হলে ফ্রান্স আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষনা প্রদান করা হয় ।  এসময় বক্তারা বলেন, তারেক রহমানের আস্ফালন দিন দিন বেড়েই চলেছে। তিনি শুধু শারিরিক ভাবেই অসুস্থ ন মানসিক ভাবেও অসুস্থ ও বিকারগ্রস্থ । দেশের জনগনের টাকা লুটপাট মাধ্যমে বিদেশে পাচার করে এখন পাগলের প্রলাপ বকছে তারেক রহমান শিষ্টাচার বহির্ভূত ভাবে জাতির জনক সম্পর্কে যে কটুক্তি করেছে জাতি তা মেনে নিতে পারেনা। তার দেশদ্রোহী বক্তব্যের জন্যে তাঁকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তার ইতিহাস বিকৃতির অপচেষ্ঠাই প্রমান করে তিনি পাকিস্তানের দোসর। একই সাথে এটিও প্রমাণ করে যে তিনি লন্ডনে বসে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছেন। জাতির জনক বাংলাদেশ নামক দেশের জন্ম দিয়েছিলেন বলেই জিয়া পরিবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। বক্তারা বলেন ,বঙ্গবন্ধু যদি পাকবন্ধু হোন তবে তারেক রহমানের মা খালেদা জিয়া পাক বান্ধবী। কারণ মুক্তিযদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে ছিলেন। বক্তারা সরকারের কাছে  অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান। ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের অর্থ উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা এনামুল হক, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ,ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের, এম এ কাশেম ,এম শাহেদ আলী ,জাকির হোসেন ভুইয়া ,মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাসির চৌধুরী , কামরুল হোসেন বকুল প্রমুখ। সভার আগে তারেক জিয়ার  ছবি আগুন পুরানো  হয়।
বিজয় দিবসের আলোচনা

প্রতিবাদ সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও আয়োজন করে ফ্রান্স আওয়ামীলীগ ।  মহান মুক্তিযদ্ধে প্রাণ বিসর্জনকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন  ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সাংগঠনিক সম্পাদক আকরাম খান , সৈয়দ ফয়সল ইকবাল ,আব্দুর রাজ্জাক মোল্লা ,মনজুরুল আহসান সেলিম ,নজরুল ইসলাম চৌধুরী ,সেলিম ওয়াদা সেলু ,রিপন দেবনাথ ,অতিকুজ্জ্বামান ,সৈয়দ নজরুল ইসলাম ,আব্দুল কাইউম,জহুরুল হক ,আবু সাইদ দুলাল ,মইনুল ইসলাম দুলাল ,ফয়সল উদ্দিন ,আমিন খান আজাদী ,পারভেজ আহমদ ,জুয়েল আহমদ ,আশরাফুল ইসলাম ,গান্ধী বিশ্বাস , হাসান আহমদ প্রমুখ। পরে মনোজ্ঞ সঙ্গীতানুষ্টানে দেশের গান পরিবেশন করেন প্যারিসের স্হানীয় শিল্পীবৃন্দ ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com