মোঃ লুৎফুর রহমান বাবু, ফ্রান্স : বিরোধপূর্ণ রাজনীতিতে বিশেষকরে
বাংলাদেশের রাজনীতিতে চিরবৈরি হিসেবে পরিচিত দুই সংগঠন(আওয়ামীলীগ ও বিএনপি)র
নেতৃবৃন্দদের শেষ কবে এক সারিতে দেখা গেছে তা হয়ত স্মৃতি হাতড়ে পাওয়া বেশ কঠিনই
হতে পারে। এদিকে প্যারিসের রাজনীতি যখন অনেকটাই উত্ত্যপ্ত ঠিক তখন সিলেট শাহজালাল
স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক সারিতে বসা দুই সংগঠনের
নেতৃবৃন্দদের দৃশ্য সম্প্রীতি ও ভ্রাত্বতের এক নতুন আবহ'র জানান দিল।আর
তাই হয়ত অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্ত্যবে ভুয়সী প্রশংসা করলেন শাহজালাল
স্পোর্টিং ক্লাবের। বিপথগামী তরুনদের সুপথগামী করতে ক্রীড়া বড় ভূমিকা পালন করে বলে
অভিমত ব্যক্ত করেন বক্তারা।এক্ষেত্রে প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বড়
ভুমিকা পালন করছে বলেও তাদের অভিমত ব্যক্ত করেন। গত ২৮ শে ফ্রান্সের প্যারিসের
অভারবিলার একটি হলে সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিনের
সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় এ আয়োজনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মাশিয়াল কাউন্সিলর
ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা
মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী
লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম, প্রবাস টিভির সিইও সোহেল মাহমুদ, ফ্রান্স আওয়ামী
লীগের সহ সভাপতি এম এ কাসেম, ফ্রান্স বিএনপির সহ-সভাপতি হাজী হাবীব, ফ্রান্স বাংলাদেশ
ব্যাবসায়ীক ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্রাচার্যা, ফ্রান্স বিএনপির
সহ সভাপতি হেনু মিয়া, ফ্রান্স বিএনপির
সাংগঠনিক সম্পাদক জালাল খান, ইয়থ ক্লাবের সভাপতি শরিফ আল মমিন,সাধারণ সম্পাদক
টি এম রেজা, ফ্রান্স
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগ সমিতির সভাপতি দেলওয়ার হোসেন কয়েস, রেজাউল করিম
ফ্রান্স আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি হাসান
সিরাজ, ক্রিকেট ক্লাবের
সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক
ওয়াহিদ টিপু, এ সময় উপস্থিত
ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল মিয়া, গোলাপ গনজ হেলপিং হ্যান্ডস সভাপতি আমিনুল ইসলাম, এমদাদুল হক স্বপন
সহ কমিউনিটির নেতৃবৃন্দ। এতে শুভেচ্চছা বক্তব্য রাখেন-ময়নুল ইসলাম সবুজ,পারভেজ আহমেদ,হাসান সিদ্দিকি ও
রুমন প্রমুখ। সভাপতি ফয়সল আহ্মেদ তার বক্তব্যে বলেন-এই ক্লাবের মাধ্যমে তরুনদের
খেলাধুলায় যুক্ত রাখার চেষ্ঠা করা হচ্ছে যাতে তারা বিপথগামী না হতে পারে।
ফ্রান্সের বিভাগীয় টুর্নামেন্টে যাতে খেলোয়াড়্অরা যাতে অংশগ্রহন করতে পারে সেজন্যই
তারা প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করেন বলেও জানান।ভবিষ্যতে সবার সহযোগিতায়
আরও বড় টুর্নামেন্টের আয়োজন করবেন বলে তিনি জানান। শাহজালাল স্পোর্টিং ক্লাব
ফ্রান্স গত নভেম্বর মাসে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। মোট ৪টি দল এলিভেন
স্টার ফ্রান্স, বিশ্বনাথ
স্পোর্টিং ক্লাব ফ্রান্স,
কুলাউড়া একাদশ
এবং কেকে ৯৩ অংশগ্রহণ করে ।চূড়ান্ত পর্বের খেলায় এলিভেন স্টার ফ্রান্স, কুলাউড়া কুলাউড়া
ওয়েলফেয়ার একাদশ কে হারিয়ে বিজয়ী হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে সেরা গোল দাতা
নির্বাচিত হয়েছেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন একাদশের জাহেদ আহমদ। উদীয়মান
খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর লিটন। ম্যান অব দা
ম্যাচ নির্বাচিত হয়েছেন এলিভেন স্টার ফ্রান্সের ফরহাদ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান
দল এলিভেন স্টার ক্লাব ও রানার্স আপ কুলাঊড়া ওয়েলফেয়ার একাদশের খেলোয়াড়দের হাতে
মেডেল ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এসময় করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান
সবাই। প্যারিসে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষথকে বাংলাদেশ ইয়ত
ক্লাবের ক্রীড়া সম্পাদক রুমেল রুমেলকে বিশেষ সম্মাননা ক্রেষ্ঠ ও মেডেল দেওয়া
হয়।একইসাথে অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মাশিয়াল
কাউন্সিলর ফিরোজ উদ্দিন,বিশেষ অতিথি প্রবাস
টিভির সিইও সোহেল মাহমুদ ও বাংলাদেশ ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজাকে
বিশেষ সম্মাননা মেডেল দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ
সুষ্টভাবে সম্পাদন করতে পেরে সন্তুষ প্রকাশকরে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।