এসবিএন
ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক বাঙালি পরিচালিত বাংলা
স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৮ ডিসেম্বর
স্থানীয় এস্কলা পিয়া’র হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মকে বাংলা ভাষা চর্চ্চা ও
বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলা স্কুল পরিচালনা
কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম তরফদারের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক জাহাঙ্গির
আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা
আমাদের নবপ্রজন্মকে বাংলা অক্ষরের সাথে পরিচিতি ও বাংলা সংস্কৃতি লালন করার উপলক্ষ
তৈরী করার জন্য বাংলা স্কুল কর্তৃপক্ষকে
ধন্যবাদ জানান। সভায় অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক, মুক্তার আহমদ, জাহাঙ্গীর
আলম, শাহ আলম স্বাধিন,
আমির হোসেন আমু, শফিক খান, নূরে আলম, ইকবাল
আহমেদ জুনাই, জুয়েল আহমেদ,
মাসুম আহমেদ, সায়েমা ইসলাম, ফিরোজ
আহমেদ, প্রমূখ। আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র ছাত্রীরা বিজয় দিবসের উপর চিত্রাঙ্কন
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে স্কুলের
শিক্ষিকা জিনাত শফিকের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের
পরিবেশনায় দেশাত্মবোধক কবিতা, গান,
নাচ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ’যেমন
খুশি তেমন সাজো’ উপভোগ করেন সমাগত দর্শকরা।