Latest News

বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশের ৪৩ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে আয়োজন করা হয় নানা র্কম্মসূচি। বার্মিংহামের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেৃতৃবৃন্দের উপস্থিতিতে ১৬ ডিসেম্বর বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনে অনুষ্ঠিত ৪৩ তম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয় সহকারী হাই কমিশনার কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। জাতীয় সংগীত এবং পবিত্র কোরআন তেলাওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী অনুষ্ঠানে পাঠ করা হয়। বার্মিংহামের বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা এস, এম, গোলাম সরওয়ার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী হাই কমিশনার ফয়সল আহমেদ মুক্তিযুদ্ধের পটভূমি উল্লেখ করে বিজয় দিবসের তাৎপর্য বিশদভাবে তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রবাসে ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত করা হয়। 

 প্রেস বিজ্ঞপ্তি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com