Latest News

দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পূর্নমিলনী নিয়ে সভা

এসবিএন ডেস্ক.ব্রিটেন প্রবাসী ঐতিহ্যবাহী দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান আয়োজন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিডল্যান্ডস  পার্শ্ববতী বিভিন্ন  এলাকায় বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  নিয়ে গত ১৪ ডিসেম্বর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই আলোচনা সভা অনুষ্টিত। সভায় বক্তারা ব্রিটেন প্রবাসী ঐতিহ্যবাহী দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে একমত হোন এবং সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে একটি সফল পুর্নমিলনী আয়োজনে করনীয়তা সম্পর্কে  বিশদ আলোচনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান আয়োজন সমন্বয় করার জন্য আবুল হোসেন ও জুনায়েদআহমদকে সমন্বয় ও মোহাম্মদ তাজ উদ্দিনকে কোষাধ্যাক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।  ক্বারী আব্দুল মুকিত আজাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমানে বামিংহাম সিটি কাউন্সিলের কর্মকর্তা আবু সায়্যিদ মোহাম্মদ ছালিক। বক্তব্য রাখেন  মোহাম্মদ সেলিম, আব্দুল মালিক ছালাম, মোহাম্ম্দ শামসুল ইসলাম, শামীম আহমদ, আফছর আলী, নজমূল ইসলাম, হোসেন আহমদ, আবু সেলিম, মোহাম্ম্দ জুনায়েদ,কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব ও বালাগঞ্জ উসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল ওদুদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com