Latest News

লন্ডনে বিএনপি আওয়ামিলীগের ঠান্ডা লড়াই !!!!

এসবিএন ডেস্ক. বাংলাদেশে আলোচনায় বসতে রাজী নয় কেউ-ই; বিশেষ করে সরকারী দলের মন্ত্রী থেকে নেতা-কর্মী সবারই মুখে কিসের আলোচনা কিসের বসাবসি। অবশ্য শেষ পর্যন্ত দুপক্ষই বসলেন তবে তা দেশে নয়। লন্ডনে হাউস অব লর্ডসে আয়োজিত ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সর্বদলীয় কমিটির ডাকে সাড়া দিলেন উভয় পক্ষই। বসলেন আলোচনায়, কিন্তু সেই পুরনো কিচ্ছা-কাহিনীই থাকলো। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ আর আর্ন্তজাতিক পরিমন্ডলে লজ্জার বেসাত। গত ২৬ নভেম্বর লন্ডনে বাংলাদেশ বিষয়ে আয়োজিত বাংলাদেশ,স্বাধীনতার ৪৩ বছর,উন্নয়ন, মানবাধিকার ও অসাম্প্রদায়িকতার প্রতি হুমকিশীর্ষক সেমিনারে অভিযোগ পাল্টা-অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বিএনপির নেতাদের অভিযোগ বিরোধী দলের নেতাকর্মীদের খুন, গুম,নির্যাতন ও গ্রেপ্তারের মাধ্যমে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে,বিরুধী মত আদর্শকে কোনোভাবেই মানতে পারছেনা। বিভিন্ন অভিযোগসহ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছাত্রলীগের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে তুলে ধরে তারা গত ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ দাবি করে নতুন নির্বাচন দাবি করেন। বিএনপি নেতারা বলেন এইচ টি ইমামের বক্তব্যেই পরিষ্কার, ৫ জানুয়ারির নির্বাচন অবৈধ ও একপেশে ছিল,নিরপেক্ষ ও স্বচ্ছ ছিলোনা। অন্যদিকে, আওয়ামী লীগের নেতারা বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকারের মেয়াদ পূর্ণ হলেই শুধু আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে,তার আগে সংবিধানিকভাবেই নির্বাচন হবার সুযোগ নেই। তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার সফলভাবে জঙ্গিবাদ ও মৌলবাদ নিয়ন্ত্রণে কাজ করে  জনগণের সমর্থন নিয়ে দেশের মানুষের কল্যাণে করে যাচ্ছে। দেশের উন্নয়নে সহায়তা না করে বিএনপি জঙ্গিবাদ উথ্থানে মদদ দেওয়া সহ দেশবিরোধী নানা কার্যক্রম চালাচ্ছে। সেমিনারে উভয়পক্ষের উচ্চ বাক্যের মধ্যখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুষ্ঠানের সভাপতি ব্রিটিশ পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড এভবেরিকে মাঝে মধ্যেই অর্ডার অর্ডার বলে চিৎকার করতে হয়েছে,আর তাতেও মাঝে মধ্যে শান্ত হোননি উভয় পক্ষই। সেমিনারে সভাপতিত্ব করতে এসে লর্ড এভবেরি বলেন যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার তাগিদ সত্ত্বেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংলাপে বসতে পারেনি, এটা খুবই দুঃখজনক। তবে বাংলাদেশের দুই প্রভাবশালী রাজনৈতিক দলের অংশগ্রহণে এই আলোচনা দেশটির গণতন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনতে পারে। বৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রভাবশালী এমপি অ্যান মেইনের পরিচালনায় সেমিনারে অংশ নেওয়া ব্রিটেনের অন্যান্য সংসদ সদস্যরাও লর্ড এভবেরির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও বাংলাদেশ থেকে আসা দুই দলের নেতৃবৃন্দের এই আলোচনা বসা অসাড় বলেই রাজনীতিক বিশ্লেষকদের ধারনা। এবিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সীমা চৌধুরী বাংলা কাগজকে বলেন,বিদেশী কোনো রাষ্ট্র দু পক্ষকে বিদেশে এসে আলোচনায় বসতে আমন্ত্রণ জানালে দুপক্ষই ডাক ঢোল পিটিয়ে আসেন আবরা দেশে গিয়ে সেই আগের মতোই থাকেন। দেশ এসব সেমিনার টেমিনার থেকে কিছুই পাচ্ছেনা। দুপক্ষ যখন অনুধাবন করবে বিদেশীদের নয় দেশের প্রয়োজনে এক মঞ্চে এসে আলোচনায় বসা দরকার এবং তখণই শুধু এসব আলোচনার ফলাফল পাওয়া যাবে। সেমিনারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফায়েজ গণমাধ্যমের সম্পাদকদের রাষ্ট্রীয় বাহিনী থেকে হুমকি,টক শোতে কথা বলতে সরকার লোক ঠিক করে দিচ্ছে অভিযোগ করে বলেন নিখোঁজ ও গুমের ঘটনাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি এজন্য নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার উল্লেখ করেন।

তৃতীয়বারের মতো হাউস অব লর্ডসে আয়োজিত সেমিনারে আওয়ামী লীগের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম,অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মশিউর রহমান, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তারানা হালিম। বিএনপির পক্ষে অংশ নেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী। এ ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ, ডঃ চার্লস টেনক এমপি, জিম ফিটজপেট্রিক এমপি প্রমুখরাও বক্তব্য রাখেন। সেমিনারে বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেন মানবাধিকারকর্মী পুষ্পিতা ঘোষ। সেমিনারের সমন্বয় করেন লর্ড এভবেরির মুখপাত্র সুজিত সেন। সেমিনারে এইচটি ইমাম বলেন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে (সিপিএ) বাংলাদেশের প্রতিনিধিত্ব ৫ জানুয়ারির নির্বাচনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে এবং ভোটারদের হুমকি না দিলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো বলে তিনি মন্তব্য করেন। এর জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে এইচটি ইমামের দেওয়া বক্তব্যই প্রমাণ করে ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।  প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান, সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংসদ সদস্য তারানা হালিম সরকারের বিভিন্ন ইতিবাচক পদপে তুলে ধরেন। সেমিনারে যুক্তরাজ্য বিএনপি ও যুক্তরাজ্য আওয়ামিলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com