Latest News

সাংবাদিক সম্মেলনে ঘোষনা ব্যবসায়িক ফায়দা কিংবা স্বজন-প্রীতি থাকবে না


এসবিএন ডেস্ক.শুধু কমিউনিটির উন্নয়নে কাজ করা প্রবাসী বাঙালীদের কাজের স্বীকৃতি প্রদান নয়; তরুন প্রজন্মের কাছে কমিউনিটির কল্যাণে কাজ করার বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যেই আগামী ১৭ ডিসেম্বর বার্মিংহামের পিকাডিলি বানকুইটিং হলে দেওয়া হবে জয়টেল কমিউনিটি এওয়ার্ড-২০১৪। গত ৪ ডিসেম্বর বুধবার বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া জয়টেল কমিউনিটি এওয়ার্ড-২০১৪ সম্পর্কে বিস্তারীত তথ্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জয়টেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জয়নাল ইসলাম। বার্মিংহামের
বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নাল ইসলাম জানান, বৃটেনে বাঙালী কমিউনিটির কল্যাণে অক্লান্তভাবে কাজ করে যাওয়া যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে নতুন প্রজন্মের কাছে তাদেরকে উপস্থাপন কওে নতুনদের উৎসাহিত করতেই বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান জয়টেল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জয়টেল কমিউনিটি এওয়ার্ড-২০১৪ এর আয়োজন করা হয়েছে। কোনো ধরনের ব্যবসায়িক ফায়দা কিংবা স্বজন-প্রীতির মাধ্যমে এই এওয়ার্ড প্রদান করা হবেনা উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে বলা হয়,বিভিন্ন ক্যাটাগরীতে এওয়ার্ডের জন্য জমা হওয়া আবদন পত্রগুলো অত্যন্ত অভিজ্ঞ,নিরপেক্ষ ও দক্ষ জাজদের বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও সঠিক ব্যক্তিদের মনোনীত করে এওয়ার্ড প্রদান করা হবে। সংবাদ সম্মেলন থেকে আগামী ১৭ ডিসেম্বর বার্মিংহামের পিকাডিলি বানকুইটিং হলে অনুষ্ঠিত হতে যাওয়া জয়টেল কমিউনিটি এওয়ার্ড-২০১৪ এ উপস্থিত হওয়ার জন্য বৃটেনের বাঙালী কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জালাল উদ্দিন এমবিই, শাহ আবিদ আলী,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক পারভেজ,মিসেস বদরুন্নেছা পাশা,কমিউনিটি নেতা আব্দুর রশীদ ভূইয়া,সেলিনা আক্তার, মুক্তিযোদ্ধা আহবাব কাভেরী,সংস্কৃতি কর্মী ফারজানা আক্তার,আব্দুস শুকুর,কন্ঠশিল্পি শেবুল আহমেদ,হিরণ মিয়া,মিসেস রশীদ,এটিএন বাংলার জয়নাল ইসলাম,বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি মোরশেদ চৌধুরী,বাংলা কাগজের খালেদ আহমেদ ও চিকিৎসক নাজির আহমেদ প্রমূখ। উল্লেখ্য তরুণ বাঙালী ব্যবসায়ী জয়নাল ইসলাম তাঁর ব্যবসা প্রতিষ্ঠান জয়টেল ইন্টারন্যশনালের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে জয়টেল কমিউনিটি এওয়ার্ড-২০১৪ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com