Latest News

মাদ্রিদে আয়েবার ৬ষ্ঠ নির্বাহী কমিটির সভা অনুষ্টিত (ভিডিও সহ)

 সেলিম আলম ,মাদ্রিদ :  প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরন,জনসংখ্যার আনুপাতিক হারে প্রবাসীদের জাতীয় সংসদে  আসন নিশ্চিত করা এবং তাদের সন্তানদের জন্য স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে কোটা সংরক্ষণ,  দেশের অর্থনিতিকে জোরদার করার লক্ষে প্রবাসী ব্যাংক চালু সহ ইউরোপে বসবাসরত বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য গৃহিত কার্জক্রম গতিশীল করার লক্ষে স্পেনের মাদ্রিদে অল ইউরোপিয়ান  বাংলাদেশ এসোসিয়েশন 'আয়েবা'র ষষ্ট নির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়েছে । গত ১৩ ডিসেম্বর স্থানীয় এক হোটেলে অনুষ্টিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ জয়নুল আবেদিন সাধারন সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ও ভাইস
প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিনের পরিচালনায় আলোচনায় সভায় উপস্হিত ছিলেন   নুরুল আমিন, সুলতান আহমেদ ,সাংবাদিক নুরুল ওয়াহিদ, হেনু মিয়া সুভ্রত ভট্রাচার্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আয়েবার নেতৃবৃন্দ  রাতে মাদ্রিদস্হ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিয় সভা অনুষ্টিত হয় সেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুস সুবহান, বাংলাদেশ এসোসিয়েসনের সাবেক সভাপতি আল মামুন, পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের আহবায়ক মিজানোর রহমান বিপ্লব, মিল্টন ভুইয়া কছি , মানবাধিকার কর্মী ফজলে এলাহী, জাস্টিজ ফর সামার  কাজী
সুহেলী সারমিন
,  এ কে এম জহিরুল ইসলাম, সহ আরো অনেকে । এ সময় আয়েবার নেতৃবৃন্দ সংবাদ কর্মীদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন তথ্যমুলক প্রশ্নের উত্তর দেন।আয়েবার দায়িত্বশীলরা বাংলাদেশে মানবাধিকার বিষয়ে কাজ করা সহ তারা ইউরোপের প্রতিটি দেশে কার্যক্রম বৃদ্ধি ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন এ সময়  ইউরোপের মূলধারার রাজনীতি, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যে প্রবাসীদের অনুপ্রেরণা যোগাতেই মূলত আয়েবা যাত্রা শুরু করে বলে  জানান  ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের প্রতিষ্ঠাতা  আয়েবার মহাসচিব  কাজী এনায়েত উল্লাহ তিনি বলেন, 'আয়েবা'মাধ্যমে  আমরা বহিবির্শ্বে বিশেষ করে ইউরোপে বাংলাদেশেকে প্রমোট করছি, বাংলাদেশের কৃষ্টি-কালচার, ব্যবসা-বাণিজ্যর যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরার মাধ্যমে বাংলাদেশেকে একটি ব্র্যান্ড নেম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি' আয়েবার সভাপতি জয়নাল আবেদিন  বলেন,  'বাংলাদেশিদের সঙ্গে প্রবাসীদের সমন্বয়ের লক্ষ্যে আমাদের এ উদ্যোগ, এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি করে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com