Latest News

ভারতের পতাকায় শাড়ি পরে শেখ হাসিনা জাতিকে লজ্জা উপহার দিয়েছেন : সেভ বাংলাদেশ ইন বার্সেলোনা

এসবিএন ডেস্ক: সেভ বাংলাদেশ ইন বার্সেলোনা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, অগণতান্ত্রিক  পন্থায় নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পতাকার আদলে শাড়ি পরে বাংলাদেশের বিজয় দিবসকে কলঙ্কিত করেছেন, যা জাতির জন্য লজ্জাজনক। গত ২১ ডিসেম্বর বার্সেলোনায় সেভ বাংলাদেশ ইন বার্সেলোনার নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিজয়কে একটি পক্ষ নিজস্ব সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। প্রতিনিয়ত তারা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে দ্বিধাবিভক্ত করে রেখেছে।  সংগঠনের সভাপতি আব্দুল মুকিত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মুন্সির পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা আরো বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধে বিজয়ের পর পাকিস্তানিদের আত্মসমর্পন ভারতের সেনাবাহিনীদের কাছে করানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীকে তখন মূল্যায়ন করা হয়নি। বক্তারা আরো বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে কেবলমাত্র একটি পতাকা ও ভূখণ্ড পেয়েছে। সত্যিকার অর্থে বাংলাদেশে এখনো বিজয় আসেনি। যদি বিজয় আসতো তবে ভারতের নির্দেশনামতো বাংলাদেশের সরকার পরিচালিত হতো না।  স্বাধীনতার ৪৩ বছর আগে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে জামায়াত যা বুঝতে পেরেছিল, তা এখন বঙ্গবীর কাদের সিদ্দিকীরা বুঝতে পারছেন বলে  কাদের সিদ্দীকির সাম্প্রতিক মন্তব্যকে তুলে ধরে সেভ বাংলাদেশ ইন বার্সেলোনার  সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন। আওয়ামীলীগ সাঈদিকে ফাঁসি না দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাকেন কালাম হোসেন, এমএম তাহের, জাহাঙ্গির আলম, কাওছার আলম, আব্দুস সাত্তার, মাসুম আহমদ, হানিফ মিয়া, ওয়াহিদুর রহমান শিপলুসৈয়দ মোজাক্কির আলী প্রমূখ। আলোচনাসভা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com