Latest News

বার্মিংহামে জানে আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

এসবিএন ডেস্ক.টাওয়ার হ্যামল্যাটস লেবার পার্টির সাবেক ডেপুটি লীডার মরহুম জাহাঙ্গীর আলম ওরফে জানে আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্মিংহামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর বার্মিংহামের স্মলহীথের একটি কমিউনিটি হলে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় মরহুমের বন্ধু-বান্ধব,শুভাকাংখীসহ বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শরীক হোন। স্মরণ সভায় বক্তারা মরহুম জাহাঙ্গীর আলম ওরফে জানে আলমের জীবদ্দশায় কমিউনিটির বিভিন্ন উন্নয়নে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন,মরহুম জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম সর্বদাই কমিউনিটির কল্যাণে কাজ করে গেছেন যা বর্তমানে অনেকটা বিরল। কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আবুল হাসান সাত্তার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ নাসির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম আলী,ডাঃ আব্দুল খালিক,আব্দুর রশীদ ভূইয়া,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ,কমরেড মসুদ আহমেদ,যুক্তরাজ্য আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ,হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডসের সাবেক সভাপতি রানা মিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোন্তাকিম,হুমায়ুন চৌধুরী,সাংবাদিক জিয়া তালুকদার,আশরাফুল ওয়াহিদ দুলাল,বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি মুশফিক চৌধুরী,মিসেস খালিক,মিসেস বদরুন্নেছা পাশা, উদীচী শিল্পী গোষ্টি বার্মিংহামের কোষাধ্যক্ষ এনামুল খান নেপা প্রমূখ।  

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com