Latest News

কুলাউড়ার প্রতি ঘরে গ্যাসের দাবিতে বার্মিংহামে সভা


এসবিএন ডেস্ক.গ্রেটার কুলাউড়া এসোসিয়েশন মিডল্যান্ডস কর্তৃক বৃহত্তর কুলাউড়ার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ এর দাবিতে গত ১৪ ডিসেম্বর বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। সভা থেকে বৃহত্তর কুলাউড়ার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ এর জোর দাবি জানানো হয় এবং শীঘ্রই এই দাবীতে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার বরাবরে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  এছাড়া একই দাবিতে প্রবাসী জনতা ও তথা বহির্বিশ্বের সকল কুলাউড়া প্রবাসী ব্যক্তি ও সংগঠন সমূহের সাথে যোগাযোগের মাধ্যমে জোরালো ক্যাম্পেইন গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছ থেকে দাবি আদায়ের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর উপড়ও গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় প্রবীন প্রবাসী নেতা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও গ্রেটার কুলাউড়া এসোসিয়েশন মিডল্যান্ডস এর আহবায়ক আলহাজ্ব সৈয়দ কবির আহমেদের পরিচালনায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুল মালিক চৌধুরী,আলহাজ্ব সৈয়দ কবির আহমেদ,আলহাজ্ব আব্দুর রহীম, ফখরুল হোসেন সেলিম,তাজুল ইসলাম মুরাদ,মুশফিক আহমেদ চৌধুরী, মোঃ কয়ছর খান,মাসুক আহমেদ,বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ ও সাংবাদিক খালেদ আহমেদ প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফেরদাউস আহমেদ, আলী আকবর, সুমিন আহমেদ ও তাহমীদ আহমেদ। সভা থেকে বৃহত্তর কুলাউড়া এসোসিয়েশন মিডল্যান্ডসের একটি পরিপুর্ণ কার্যকরী কমিটি ও একটি উপদেষ্টা কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি রোববার দুপুর ১টায় কভেন্ট্রি রোড এর এম.টি কাটারিং হলে একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই লক্ষ্যে মিডল্যান্ডসে অবস্থিত বৃহত্তর কুলাউড়া প্রবাসীদেরকে সংগঠনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করে তা আগামী ২০ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়। সংগঠনের সদস্য হবার ফরম জোগাড় করার জন্য মুশফিক প্রাইম ব্যাংক (০৭৫৪০৫৩৯৬৬০), সৈয়দ কবির আহমেদ (০৭৯৩০৫৩০৬৫৭), রিয়াদ আহাদ (০৭৭১২১৬৫৬৫১),আজাদ  আবুল কালাম (০৭৯৩৯৬৮১৪৮৯) ও মুরাদ (০৭৮২৫৪৩৩৩৯২) এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com