Latest News

কাতালোনিয়া যুবলীগের বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তারা জিয়া স্বাধীনতার ঘোষক নন, স্বাধীনতা ঘোষণা পত্রের পাঠক (ভিডিও সহ)

এসবিএন : যুবলীগের  ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার কেবল একজন পাঠক  হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। অথচ জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে পাঠ করেছেন মাত্র। গত ১৪ ডিসেম্বর বার্সেলোনার স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিজয়ের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন যুবলীগের সভাপতি সেলিম রেজা। সভায় বক্তারা
আরো বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তি এখন সময়ের দাবি। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাঁধা দেয়ার অপপ্রয়াসে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত শিবিরকে নিয়ে খালেদা জিয়া যে ষড়যন্ত্রে মেতে উঠেছেন, তা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার রূখে দেবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে বিদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্রের মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মো: এনায়েত হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামীলীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রাক্তন সভাপতি মিজানুর রহমান খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক
আমিনুর রহমান আমিন
, স্পেন আওয়ামীলীগের অন্যতম কার্যকরী সদস্য মুহিবুল হাসান খান কয়েস, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, কাতালোনিয়া আওয়ামীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, ইউকে আওয়ামীলীগের অন্যতম সদস্য ফয়সল আহমদ, কাতালোনিয়া যুবলীগের সহ সভাপতি আলী হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ তোফায়েল, সহ সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন কিশোর, রাসেল আহমদ, রুমান আহমদ, প্রচার সম্পাদক গৌছ উদ্দিন, রুবায়েদুর রহমান চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে প্যারিস ও বার্সেলোনার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হলভর্তি দর্শক উপভোগ করেন।  মুহিবুর রহমান খান কয়েস ও দিবা চৌধুরীর প্রাণবন্ত উপাস্থাপনায় আশীষ বৈদ্য ও রবীন চৌধুরী বড়ুয়ার মিউজিকে শিল্পী ইমতিয়াজ বাবু, ফামিয়া খান তিথী, জিনাত শফিক, বিউটি শীল মাতিয়ে রাখেন উপস্থিত দর্শকদের।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com