সেলিম আলম, মাদ্রিদ : বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াদি নিয়ে পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের আয়োজনে আলোচনা সভা '' সাম্প্রতিক বাংলাদেশ '' অনুষ্টিত হয়েছে।গত ১ ডিসেম্বর মাদ্রিদের
বাংলাদেশ এসোসিয়েশনের হলে অনুষ্টিত এ আলোচনা সভায় প্রাধান্য পায় বাংলাদেশের বিপন্ন
মানবতা , ক্রমাগত
ধর্মদ্রোহিতা , ধ্বংস বিচার ব্যবস্থা, শিকল
বন্দী গনতন্ত্র । পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের আহবায়ক মিজানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য
সচিব সেলিম আলম ও আবুল হাসেমের যৌথ
পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক
মিনহাজুল আলম মামুন ও নুরুল আলম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েসনের
সাবেক সভাপতি আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন ভুইয়া কচি, ইসলাম উদ্দিন পঙ্কি, জাহিদুল আলম মাসুদ, জিল্লুল আল হক, সুহেল ভুইয়া,
আবু জাফর রাসেল ,হুমায়ুন কবির রিগ্যান, হাবিবুর রহমান , হাফিজ জহির উদ্দিন, বকুল খান, সুহেল আহমেদ
সামসু, কাজী সোহেলী সারমিন, ওয়াসিবালী সাওন, কবির আহমেদ, দিদারুল কারিম প্রমুখ ।সভায় বক্তরা বর্তমান সরকারের
মদদেই দেশে ধর্মদ্রোহিতা বৃদ্ধি , সন্ত্রাস, নির্যাতন , নিপিড়ন
সহ নৈরাজ্য সৃষ্টি এবং দেশের বিচার ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস হচ্ছে বলে
অভিযোগ করেন । বক্তরা দেশের শান্তি শৃঙ্খলা ও মানুষের অধিকার ফিরিয়ে
দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে সত্য
ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের প্রতিটি দেশে পেট্রিয়ট বাংলাদেশ নামের সংগঠনকে
গতিশীল করার আহবান জানান ।
মাদ্রিদে '' সাম্প্রতিক বাংলাদেশ '' আলোচনা সভা অনুষ্টিত (ভিডিও সহ)
Reviewed by spain bangla news
on
December 04, 2014
Rating: 5