Latest News

বার্মিংহামে হযরত আবু দৌলত ও শাহ জাকারিয়া (রহঃ) ক্যাডেট মাদ্রাসার পরামর্শ সভা

এসবিএন ডেস্ক.আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে ইসলামি দ্বীনি শিক্ষার প্রসারে সিলেটের লালাবাজারে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে হযরত আবু দৌলত ও শাহ জাকারিয়া (রহঃ) ক্যাডেট মাদ্রাসা; আর এই মাদ্রাসায় শুধ স্থানীয় এলাকা নয় বৃহত্তর সিলেটের অন্যতম একটি আধুনিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার লক্ষ্যে দেশে বিদেশে কাজ করা হচ্ছে। গত ৮ ডিসেম্বর  বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে হযরত আবু দৌলত ও শাহ জাকারিয়া (রহঃ) ক্যাডেট মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রবাসীদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় একথা জানানো হয়। স্পেন বৃটেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজের উদ্যোগে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী লালাবাজারবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেন। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আলহাজ্ব খসরু খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা পীর ফয়জুল হক ইকবাল,ইউকে কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন,সাধারণ সম্পাদক আবেদ চৌধুরী,সদস্য এনামুল হক,সুফিয়ান চৌধুরী ও সাহেদ আহমেদ। তারা মাদ্রাসার বর্তমান অবস্থা তুলে ধরে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বার্মিংহামের বাঙালী কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদে সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের আবুল,বাংলা কাগজের ডাইরেক্টর সৈয়দ কবীর
আহমেদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক পারভেজ,সোনালী সুপার মার্কেটের পরিচালক গয়াছ মিয়া,ইকবাল বানকুইটিং হলের পরিচালক আব্দুল ইকবাল,হলি মক্কাহ ট্যুরের পরিচালক আলহাজ্ব শামসু মিয়া ও আব্দুল মতিন,কলামিষ্ট শেবুল চৌধুরী,আমিরুল ইসলাম বেলাল ও মনোয়ার আহমেদ,কবি আলহাজ্ব মফিদুল গণি মাহতাব,আলহাজ্ব এনামুর রহমান,আলহাজ্ব আবুল হাসান চৌধুরী সাত্তার মিয়া,দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতী তাজুল ইসলাম,বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক আলহাজ্ব রঞ্জু মিয়া, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ,আবু ওয়াহিদ,বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মৌলানা এনামুল হাসান সাবির,বালাগঞ্জ ওসমানিনগর গরীব কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুধ,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এইচ এম আশরাফ আহমেদ,চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ও বার্মিংহাম প্রতিনিধি কাজী লোকমান হোসেন,এটি এন বাংলা ইউকের জয়নাল ইসলাম,এনটিভির নর্থ এন্ড নর্থ ইষ্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী,বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি মোশফেক চৌধুরী,নাট্যকার তারেক চৌধুরী ও আজিজুর রহমান হীরণ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com